কেন ঝাড়খণ্ডে হারল বিজেপি, বিশ্লেষণ করলেন হেমন্ত সোরেন
Updated: 24 Dec 2019, 12:02 PM IST২০১৩ সালে অর্জুন মুন্ডার সরকার ফেলে দেশের নবীনতম মু🌞খ্যমন্ত্রী হয়েছিলেন হেমন্ত সোরেন। ২০১৪ সালে ১৯টি আসন পেলেও ক্ষমতায় ফেরা হয়নি। এবার তাই ঝুঁকি নেননি হেমন্ত। কংগ্রেস ও আরজেডির সঙ্গে জোট বেধে ক্ষমতায় এল জেএমএম। শুধু তাই নয় সর্ববৃহত্ দলও শিবু সোরেনের প্রতিষ্ঠিত দল। জয়ের পর পরিতৃপ্ত হেমন্ত কথা বললেন HT-র সঙ্গে। জানালেন যে বিজেপিকে ভ꧂য় পাচ্ছে মানুষ, তাই ক্রমশ জমি হারাচ্ছে গেরুয়া দল।