বাংলা নিউজ >
দেখতেই হবে > Makar Sankranti: মকর সংক্রান্তিতে সাগরে পুণ্যার্থীদের ঢল, রাজ্য জুড়ে উৎসবের আমেজ
Makar Sankranti: মকর সংক্রান্তিতে সাগরে পুণ্যার্থীদের ঢল, রাজ্য জুড়ে উৎসবের আমেজ
Updated: 14 Jan 2025, 10:35 PM IST Laxmishree Banerjee এবার মহাকুম্ভের কারণে সাগর মেলায় সাধু সন্তরাও যথেষ্ট পরিমাণে কম এসেছেন। কিন্তু পুণ্যার্থীদের ভিড় এখনও পর্যন্ত যথেষ্ট পরিমাণে দেখা গিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে সাগর স্নান সেরে কপিল মুনির মন্দিরে পুজো দিয়েছেন পুণ্যার্থীরা। তৎপর প্রশাসন। স্বভাবতই, এদিনের বিশেষ পুজোকে কেন্দ্র করে কোচবিহার মদনমোহন মন্দিরে ভক্তের ঢল নেমেছিল নজরে পড়ার মতই। মঙ্গলবার সকাল থেকে পশ্চিম বর্ধমানের আসানসোলের দামোদর নদীর ডিসেরগড় ঘাট, বরাকর ঘাট, সহ শিল্পাঞ্চলের বেশ কিছু নদী ঘꦓাটে মকর স্নান করতে দেখা গেল পু𝄹ণ্যার্থীদের। এদিন সকাল থেকেই পুণ্য স্নানের পাশাপাশি ছিন্নমস্তা মন্দিরেও চলেছে পূজাপাট। মঙ্গলবার মকর সংক্রান্তি উপলক্ষে বীরভূমের জয়দেব কেন্দুলি মেলাতেও কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছে। সকাল থেকেই পিঠে তৈরির জন্য সরা কিনতে ভিড় জমেছে নদীয়ার চাকদহ থানার অন্তর্গত শিকারপুর গ্রামে।