বাসন্তী পুজো ২০২৫ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই পুজোর ষষ্ঠ♕ী তিথি পড়ে গিয়েছে। আজ আর কতক্ষণ থারবে বাসন্তীপুজোর ষষ্ঠী তিথি? এরপর কখন থেকে পড়বে সপ্তমী, এই সমস্ত প্রশ্নের হদিশ দিচ্ছে পঞ্জিকামত। বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা এই দুই পঞ্জিকা মতেই দেখে নিন আজ বাসন্তী পুজোর সপ্তমী তিথি আর কতক্ষণ থাকছে?
বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বাসন্তী পুজোর তিথি:-
বাসন্তী পুজোর ষষ্ঠী তিথি শুরু হয়েছে, ১৯ চৈত্র, বুধবার। সেদিন ইংরেজি ২ র এপ্রিল পড়ছে। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে রাত ১১ টা🔥 ৫১ মিনিট থেকে। ষষ্ঠী তিথি শেষ হচ্ছে ২০ চৈত্র বৃহস্পতিবার, ৩ এপ্রিল। আজ রাত ৯ টা ৪২ মিনিটে তিথি শেষ হচ্ছে ষষ্ঠী তিথি। বাসন্তী পুজোর সপ্তমী তিথি বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০ চৈত্র শুরু হচ্ছে। সেদিন রাত ৯ টা ৪৩ মিনিটে তিথি শুরু। সপ্তমী তিথি শেষ হবে, বাংলা ২১ চৈত্র, শুক্রবার, ইংরেজি ৪ এপ্রিল। ৪ এপ্রিল রাত ৮টা ১৩ মিনিটে শেষ হবে তিথি। অষ্টমী তিথি শুরু হচ্ছে, ২১ চৈত্র, শুক্রবার। সেদিন ইংরেজি ৪ এপ্রিল পড়ছে। ꦫ৪ এপ্রিল রাত ৮ টা ১৪ মিনিটে পড়ছে বাসন্তী পুজোর অষ্টমী তিথি। অষ্টমী তিথি শেষ হচ্ছে, ২২ চৈত্র শনিবার। সেদিন ইংরেজি ৫ এপ্রিল সন্ধ্যা ৭ টা ২৭ মিনিটে তিথি শেষ।
গুপ্তপ্রেস পঞ্জিকামতে বাসন্তী পুজোর তিথি:-
গুপ্তপ্রেস পঞ্জিকামতে বাসন্তী পুজোর মহাষষ্ঠী তিথি শুরু হয়েছে ১৯ চৈত্র, ২ এপ্রিল ভোররাত ৫টা ১৩ মিনিট ৩৪ সেকেন্ড থেকে। আর তিথি শ🎀েষ ২০ চৈত্র, বৃহস্পতিবার। যা ইংরাজির ৩ এপ্রিল ভোর রাত ৩ টে ১৬ মিনিট ৫২ সেকেন্ডে তিথি শেষ। এরপর সপ্তমী তিথি বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০ চৈত্র শুরু হচ্ছে। সেদিন রাত ৯ টা ৪৩ মিনিটে তিথি শুরু। সপ্তমী তিথি শেষ হবে, বাংলা ২১ চৈত্র, শুক্রবার, ইংরেজি ৪ এপ্রিল। ৪ এপ্রিল রাত ৮টা ১৩ মিনিটে শেষ হবে তিথি। অষ্টমী তিথি শুরু হচ্ছে, ২১ চৈত্র, শুক্রবার। সেদিন ইংরেজি ৪ এপ্রিল পড়ছে। ৪ এপ্রিল রাত ৮ টা ১৪ মিনিট꧋ে পড়ছে বাসন্তী পুজোর অষ্টমী তিথি। অষ্টমী তিথি শেষ হচ্ছে, ২২ চৈত্র শনিবার। সেদিন ইংরেজি ৫ এপ্রিল পড়ছে। সেদিন সন্ধ্যা ৭ টা ২৭ মিনিটে তিথি শেষ।