বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহদের অবস্থান সময়ে সময়ে পাল্টে যায়। আর তার ফলেই তৈরি হয় রাজযোগ। আজ, বুধবার ১৪ মে মিথুন রাশিতে সঞ্চরণ করবেন গুরু বৃহস্পতি। আর ১৭ মে চন্দ্র যাবেন ধনুতে। চন্দ্র আর গুরু, একে অপরের সঙ্গে এমনভাবে অবস্থান করবেন, যার ফলে গজকেশরী রাজযোগ তৈরি হবে। রাজযোগের ফলে কিছু রাশি লাভবান হতে চলেছেন মে মাসেই। দেখা যাক, সুখের মুখ এবার কারা দেখতে চলেছেন।
কন্যা
গজকেশরী রাজযোগ আপনার রাশিতে তৈরি হওয়া লাভপ্রদ আপনাদের জন্য। এই যোগ আপনার রাশিতে কর্মভাবে তৈরি হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পুরো হবে। আপনি পাবেন অপার সাফল্য। প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাবেন লাভ। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হতে থাকবে। ছাত্রদের জন্য এই সময়কাল অনুকূল হতে চলেছে। এই সময় চাকরিরতদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ভালো সময় আসতে চলেছে। বলছে জ্যোতিষমত।
(পাকিস্তান যে জঙ্গিকে সাধারণ ‘ফ্যামিলি ম্যান’ দাবি করছে সেই হাফিজ রউফ কে? 'কীর্তি' বহু)
( তাঁর কাছে ফের ছুটে গেলে বিরাট!রইল প্রেমানন্দজির অনুপ্রেরণাদায়ক ১০ বিখ্যাত বার্তা)
( ‘অপারেশন সিঁদুর’র পরই হঠাৎ বাংলাদেশে পাক হাইকমিশনার ছুটিতে! তুঙ্গে রহস্য, জল্পনা)
( গ্রহদের রাজকুমার বুধ বহু রাশির খারাপ সময় এবার শেষ করবেন? গোচরে লাকি ৩ রাশি)
( নেপালের সঙ্গে বৈঠকে ইউনুসের মুখে ফের ‘সেভেন সিস্টার্স’, পরে চট্টোগ্রামের সভা থেকে এল 'সাফাই')
মিথুন
এই রাজযোগ আপনার লগ্নভাবে হতে আরম্ভ করবে। পারিবারিক সুখ শান্তি আসতে থাকবে। এই রাজযোগ আপনার রাশির জাতক জাতিকাদের বহু কিছু এনে দেবে। আপনার ব্যক্তিত্বে আলাদা উজ্জ্বলতা আসবে। বিবাহিতদের আসবে দাম্পত্য সুখ। অবিবাহিতরা পেতে পারেন বিয়ের প্রস্তাব। ব্যবসায়িরা পাবেন মুনাফা। নতুন ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক স্থাপিত হবে। আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে।
সিংহ
এই রাজযোগ আপনার রাশির আয়ের ভাবে তৈরি হবে। আপনার রাশিতে আয় আর লাভের স্থানে তৈরি হবে। চাকরিতে নতুন প্রজেক্ট তৈরি হবে। ব্যবসায়ীদের ভালো মুনাফা হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। বিনিয়োগের ভাবনা থাকলে, তা এই সময় করতে পারেন। লটারির দিক থেকে পেতে পারেন সাফল্য।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )