সন্দেশখালিতে শেখ শাহজাহা💫ন এবং তার বাহিনীর একসময় ব্যাপক দাপট ছিল। যদিও সেসব এখন অতীত। বর্তমানে জেলে রয়েছেন শেখ শাহজাহান। তবে যে সময় শাহজাহান ও তার বাহিনীর দাপট ছিল সেই সময় খুন হয়েছিলেন সন্দেশখালির বাসিন্দা প্রদীপ মণ্ডল। সেই খুনের অভিযোগ উঠেছিল শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে। সেই ঘটনার পর থেকে এখনও গ্রাম এবং ঘরছাড়া রয়েছে প্রদীপ মণ্ডলের পরিবার। ত💙ার ওপর পরিবারে রয়েছে ব্যাপক আর্থিক সমস্যা। সেই সমস্ত প্রতিকূলতার মধ্যেও উচ্চমাধ্যমিকে দুর্দান্ত ফল করে তাক লাগিয়ে দিলেন সেই প্রদীপ মণ্ডলের ছেলে প্রীতম মণ্ডল। উচ্চমাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৩। আইপিএস অফিসার হতে চান তিনি। সেই লক্ষ্যেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন তিনি।
আরও পড়ুন: ফার্স্ট ডিভিশনে ৯৫% পড়ুয়া! উচ্চমাধ্যমিকে সর্বোচ্๊চ ৪৭৩ উঠল যাদবপুর বিদ্যাপীঠে
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, প্রীতম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। প্রসঙ্গত, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকেই এবার উচ্চಌমাধ্যমিকে ৬ জন মেধা তালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছেন। সেই রামকৃষ্ণ মিশনের কলা বিভাগের ছাত্র প্রীতম।
পরিবারের অভিযোগ, ২০১৯ সালে প্রদীপকে গুলি করে খুন করা হয়েছিল। শুধু তাই নয়, এরপর তাঁদের দোকান, বাড়িঘর ভাঙচুর করেছিল শাহজাহান বাহিনী। প্রাণ বাঁচাতে তাঁদের ভয়ে ২০২১ সালে গ্রাম ছেড়ে পালাতে হয়েছিল প্রদীপের পরিবারকে। বর্তমানে ওই পরিবারের রয়েছেন প্রীতম, তাঁর মা এবং ভাই। তবে শাহজাহান বাহিনীর ভয়ে আর তাঁরা ▨গ্রামে ফেরেননি।
তবে গ্রাম ছাড়া হলেও তাদের 𓆉কিছু ভেড়ি ও জমি আছে। সেগুলি লিজে দেওয়া হয়েছে। মাঝেমধ্যে সেগুলি দেখাশোনা করতে অবশ্য গ্রামে যান প্রীতমের মা পদ্মা মণ্ডল। যদিও খুনের ঘটনায় জড়িত অনেকে এখনও গ্রামে রয়েছে বলে দাবি🦄 পদ্মার। তা নিয়ে আতঙ্ক রয়েছে তাঁদের মধ্যে। প্রীতমের মা জানান, প্রীতমদের বাবা সবসময় চাইতেন দুই ছেলে ভালো ফল করুক। তিনি থাকলে হয়ত ছেলের এমন ফল দেখে খুব খুশি হতেন। প্রীতমের ভাই অনুভব এবার দ্বাদশ শ্রেণিতে উঠেছেন। আগামী বছর তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন।