বাংলায় রামনবমীর মিছিলে অন্তত ৪৩ জায়গায় হামলা হতে পারে। বড় আশঙ্কা করল রামনবমী উদযাপন সমিতি। তারা সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছে একথা। সেই সঙ্গেই সূত্রের খবর, অ♛ন্তত তিন হাজার মিছিল বের করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ১ কোটি ২০ লাখ মানুষ সেদিন রামনবমীর মিছিলে অংশ নেবেন। তবে সাধারণ মানুষ অবশ্য মনে প্রাণে চাইছেন উৎসবকে কেন্দ্র করে যেন কোথাও কোনও গণ্ডগোল না হয়।
রামনবমী উদযাপন সমিতির সদস্য় বিকর্ণ নস্কর সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, সংবিধানকে মান্যতা দিয়ে আমরা চলতে চাই। তবে 🍌আত্মরক্ষার অধিকার তো সকলেওরই আছে।
এদিকে রামনবমী উদযাপনক♈ে কেন্দ্র করে রীতিমতো কোমর বেঁধে নামছে বিভিন্ন সংগঠন। ইতিমধ্য়েই বিভিন্ন জায়গায় তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। একাধিক জায়গায় মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এসবের মধ্যেই অন্তত ৪৩ জায়গায় হামলার আশঙ্কা করছে রামনবমী উদযাপন সমিতি। তবে সেই ৪৩ জায়গা ঠিকꦿ কোথায় সেব্যাপারে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।
তবে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যাতে কোথাও অশান্তি না হয় সেকারণে♈🐻 যাবতীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। পুলিশের নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা থাকবে।
এর আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও এই অশান্তির আশঙ্কা প্রকাশ করেছিলেন। এদিকে রামনবমীর মিছিল ঘিরে অশান্তি আশঙ্কার পাশাপাশি সম্প্রতি সুকান্ত বলেছিলেন, পুলিশ যদি বাধা দেয় তবে প্রতিরোধ করতে হবে। আর সেই প্রসঙ্গে পানিহাটির বিধায়ক ন༒ির্মল ঘোষ বলেছিলেন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাঁদের জনগণ জবাব দেবে। আমি দেব না।