অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা মেয়েকে উদ্দেশ করে কুমন্তব্য করার অভিযোগে গ্রেফতার ২ মহিলাকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগের তদন্তে কলকাত🗹া হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের তরফে এই ঘটনার তদন্ত SIT গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সিটের নেতৃত্বে থাকবেন ভির রাজ্যের বাসিন্দা IPS আধিকারিক।
আরও পড়ুন - গণনা শেষ হতেই ♑BJP প্রার্থীর ট্রাক্টর ভাঙচুর,বাগানে তাণ্ডবের অভিযোগ TMCর বিরুদ꧟্ধে
পড়তে থাকুন - ‘প্রায় ১ কোটি রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে ঢুকে জনবিন্যাস𓄧 বদলে🍸 দিয়েছে’
আরজি কর কাণ্ডের প্রতিবাদ মিছিল থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা মেয়েকে কুকথা বলার অভিয꧙োগ ওঠে ২ মহিলার বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হলে উত্তর দমদম এলাকা থেকে ২ মহিলাকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। অভিযোগ, পুলিশ হেফাজতে তাদের ব্যাপক মারধর করা হয়েছে। এই অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টে তদন্তের দাবি জানান ২ অভিযুক্ত মহিলা। সেই আবেদনের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যাল▨েঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।
আরও পড়ুন - ঘাটলে TMCর গোষ্ঠী 𝄹সংঘর্ষে রক্তারক্তি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ দেখলেন দেব