বেআইনি টোটো, ই রিকশা রাজ্য সড়ক এবং জাতীয় সড়কের ওপর চলার ফলে যেমন যানজট বাড়ছে তেমনি দুর্ঘটনাও বাড়ছে। সাধারণত টোটো বা ই রিকশার কোনও রেজিস্ট্রেশন নম্বর নেই। গত কয়েক বছরে রাজ্যে বিক্রি হয়েছে লক্ষ লক্ষ তিন চাকার এই যান বিক্রি হয়েছে। এবার এই যান নিয়ন্ত্রণে তৎপর হয⛦়েছে রাজ্য সরকার। সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ছাড়া টোটো ই রিকশা বিক্রি নিয়ন্ত্রণে আনতে চাইছে রাজ্য পরিবহণ দফতর। সেই কারণে ডিলারদ🔯ের তলব করেছে পরিবহণ দফতর।
আরও পড়ুন: জাতীয় এবং রাজ্য সড়কꦡে টোটো, অটো বন্ধের দাবিতে উত্তর দিনাজপুরে বাস ধর্মঘটের ডাক
জানা গিয়েছে, দেড়শো ডিলারকে ডেকে পাঠাতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। চলতি সপ্তাহে তাঁদের ডেকে পাঠানো হতে পারে। আগামী দিনে যেন রেজিস্ট্রেশন ছাড়া এই যান বিক্রি করা না হয় সে বিষয়ে তাঁদের সতর্ক করা হবে। তারপরেও যদি রেজিস্ট্রেশন নম্বর ছাড়া টোটো বা ই রিকশা কোনও ডিলার বিক্রি করেন তাহলে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিলারকে কালো তালিকাভুক্ত করা হবে। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, রেজিস্ট্রেশন ছাড়াই গত কয়েক বছরে লক্ষ লক্ষ টোটো বিক্রি হয়েছে। আগামী দিনে যেন এরকম না হয় তারজন্য ডিলারদের সতর্ক করা হবে। পরিবহণ দফতরের আধিকারিকদের বক্তব্য, রেজিস্ট্রেশন💦 না থাকায় এই তিন চাকার গাড়ি সংক্রান্ত কোনও তথ্য জানা সম্ভব হচ্ছে না। এভাবে টোটো, ই রিকশা বিক্রি হলে আগামী দিনে মানুষের হাঁটার কোনও জায়গা থাকবে না।