রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস হারতেই মহেন্দ্র সিং ধোনির বেশ কয়েকটা সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। চিন্নাস্বামী স্টেডিয়ামে ২ রানে হেরে যায় ধোনির দল। শেষ ওভারে গিয়ে ম্যাচ জেতাতে ব্যর্থ হন মাহি,এরপর তিনি নিজেই দলের হারের জন্য দায় স্বীকার করেন। এই প্রথম আইপিএলের এক মরশুমে পরপর দুবার চেন্নাই সুপার কিংসকে হারাল আরসিবি।
ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব নিয়েই প্রশ্ন তুলে দেন অ্যাডাম গিলক্রিস্ট। অজি তারকার মতে, পাওয়ারপ্লের মধ্যে অত্যন্ত খারাপ বোলিং করা খলিল আহমেদকে দিয়ে ১৯তম ওভারে বোলিং করানোর সিদ্ধান্তটা ভুলই ছিল। কারণ তিনি প্রথম দুই ওভারেই ৩২ রান দিয়েছিলেন, এরপর ১৯তম ওভারে বোলিং করতে এসে তিনি ৩৩ রান দেন। এক্ষেত্রে রোমারিও শেফার্ডের কৃতিত্বও কম নয়।
খলিলকে দিয়ে বোলিং করানো ভুল হয়েছে মাহির
গিলক্রিস্ট মনে করেন, নূর আহমেদ ৬ ওভারে মাত্র ২৬ রান দেওয়ার পর কোনও একজন স্পিনারকে দিয়ে একটা ওভার অতিরিক্ত করানো উচিত ছিল ধোনির। বলাই বাহুল্য, সেক্ষেত্রে জাদেজাকে বোলিং দেওয়ার কথাই বলছেন তিনি। অন্ততপক্ষে খলিলকে বল না দিয়ে কম্বোজকে দিয়ে বোলিং করাতে পারতেন ধোনি, বলছেন অজিদের বিশ্বকাপজয়ী তারকা।
স্পিনারকে দিয়ে এক ওভার বেশি করানো যেত
গিলির কথায়, ‘আমি জানি না কোনও বড় বদল হত কিনা। তবে আমার মনে হয় খলিলকে শেষ দিকে বোলিং দেওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছিল কারণ ও ৩২ রান আগেই দিয়েছিল। আমার মনে হয় কম্বোজকে দিয়ে বোলিং করালে ভালো হত। নূর আহমেদ যেভাবে শেষ করেছিল, তারপর জাদেজাকেও ১ ওভার বেশি করানো যেতে পারত, ওরা তো এমনিতেই ৪৫টা ডট বল করেছে ’।
ধোনির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন
কেরিয়ারের শেষ প্রান্তে এসে ধোনির অধিনায়কত্বের স্কিলও একটু কমছে বলেই করেন গিলি। তিনি বলছেন, ‘ধোনিকে দেখে কখনই বোঝা যায় না যে ও বিরক্ত কিনা। কিন্তু আমি জানিনা এখনও ওর ভিতরে সেই আগের মতো এনার্জি আছে কিনা। আগের মতো ধোনির বুদ্ধিমত্তা এখনও কাজ করছে কিনা, কারণ ও এখন কেরিয়ারের শেষের দিকে এগোচ্ছে। আমি ধোনিকে নিয়ে কোনও সমালোচনা করতে চাই না, কারণ আমার মনে হয়েছে ওকে এবং ওর দলকে বোলাররাই ডোবাচ্ছে ’।
ধোনির মিস হিট নিয়েও প্রশ্ন তুললেন তারকারা
ধোনির ব্যাটিংয়ের ক্ষেত্রে মিস হিটের দিকেও গিলক্রিস্ট দৃষ্টিপাত করেছেন। যশ দয়ালের ফুল টস বলে যেভাবে ধোনি আউট হয়েছেন, সেটা আগের ধোনি হলে কখনই আউট হতেন না বলছেন গিলক্রিস্ট। যা শুনে দঃ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার শন পোলকও বলছিলেন, ‘এটা অন্য সময় হলে হেলিকপ্টার শট হয়ে যেত ’। ৭ মে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।