রোহিত শর্মার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। বলে ভালো জসপ্রীত বুমরাহর পর। দলের তরুণ ক্রিকেটারদের মনের মধ্যে আগুন♔ জ্বালিয়ে ছিলেন বুমরাহ, বিরাটরা। অস্ট্রেলিয়ার মাটিতে ক্রিকেটারদের মধ্যে থেকে সেরাটা বার করে আনতে যা করার তাই করেছিলেন অধিনায়ক। ফলও হাতে নাতে পেলেন।
পার্থে বিশাল জয় ভারতের-
১৫০ রানে প্রথম ইনিংসে অলআউট থেকে দ্বিতীয় ইনিংসে অজিদের কুপোকাপ করে ২৯৫ রানে জয়, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের এমন কামব্যাক খুব কমই দেখেছে ভারত। গতবার সিরিজ জিতলেও ৩৬ অলআউটের লজ্জার রেকর্ডও সকলের মনে রয়েছে। এক্ষেত্রে তেমন কিছু তো হয়েই নি, উল্টে ভারতীয় বোলার ব্যাটারদের দাপটে দিনের শেষ𓄧ে হাসি মুখেই পার্থ ছাড়ল ভারত।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজাল🍒েন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
আই বিলিভ ইন জাসসি ভাই-
বিসিসিআইয়ের পক্ষ থেকে ম্যাচের শেষে ভারতীয় ক্রিকেট দলের বিভিন্ন খেলোয়াড়দের বিহাইন্ড দ্য সিনের ভিডিয়ো প্রকাশ করা হয়। সেখানে দেখা যাচ্ছে, প্রথমেই মহম্মদ সিরাজ বলছেন, ‘আই বিলিভ ইন জাস্সি ভাই অনলি, বিকজ হি ইজ আ গেম চেঞ্জার ’। এরপরই তাঁকে�🐻� জড়িয়ে ধরেন ভারতীয় দলের অধিনায়ক তথা তার জাসসি ভাই জসপ্রীত বুমরাহ।
আরও 🧸পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মꩵঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
জসপ্রীত বুমরাহ সই করে দিলেন অজির ব্যাটে-
এরপর লোকেশ রাহুলকে দেখা যায় উইকেট নিয়ে ড্রেসিং রুমে যাচ্ছেন। প্যাট কামিন্সও কিছু কথা বলছিলেন জসপ্রীত বুমরাহর সঙ্গে। এরপরই দেখা যায়♍ ড্রেসিং রুম থেকে বেরিয়ে সব ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে এসেছেন রোহিত শর্মা। তিনি ঋষভ পন্ত, হর্ষিত রানা, যশস্বী জয়লওয়ালসহ বাকিদের সঙ্গেও হাত মেলান। এরপর জসপ্রীত বুমরাহ অস্ট্রেলিয়ান সাপোর্ট স্টাফের 🍨ব্যাট সই করে দেন।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘা🐟ত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ജে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
ভারতীয় দলে সমস্যা-
ভারতীয় দল এই টেস্টে জিতলেও টিম ইন্ডিয়ার সমস্যা হয়ে গেল রোহিত শর্মা। কারণ🐼 যতই তিনি অধিনায়ক হোক, ওপেনিং জুটি যা একবার সেট হয়ে গেছে বিদেশে মাটিতে। এমন গুরুত্বপূর্ণ সিরিজে কি তাঁর ওপেনিংয়ে ফিরে সেট জুটি ভাঙা উচিত। কারণ রাহুল ওই পজিশনে দুই ইনিংসেই অল্প বিস্তর রান করেছেন। আর বুমরাহও এত ভালো পারফরমেন্সের পর অধিনায়কত্ব করা🀅র সুযোগ না পেলে অকটু মন খারাপই হবে।