২০২৪ আইপিএল ফাইনালের পর কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত যখন ড্রেসিংরুমে ম্যাচ-পরবর্তী বক্তৃতা দিতে শুরু করেন, তখন সেলিব্রেশনের মুডে থাকা প্লেয়াররা আধৈর্য্য হয়ে পড়ছিল। কারণ চ্যাম্পিয়ন হওয়ার পর প্লেয়াররা কোনও কিছু শোনা মেজাজে ছিলেন না, তারা তখন উৎসবের মেজাজে। সেটা বুঝতে পেরে চন্দ্রকান্তকে পণ্ডিতকে থামিয়ে দেন দলের মেন্টর গৌতম গম্ভীর। বলেন, ছেলেরা নাচার জন্য পাগল হয়ে রয়েছে।
আরও পড়ুন: মন্নাতে বসে গম্ভীরক🍰ে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন শাহরুখ, কিছুই টের পাননি LSG কর্ণধার- রিপোꩵর্ট
উচ্ছ্বসিত হতে দেখা গিয়েছে গম্ভীরকেও
কথাগুলো বলার পরেই সকলে মিলে তাতে উৎসাহী হয়ে সহমত জানান। গম্ভীরও হাসি চেপে রাখতে পারেন না। তিনিও হেসে ফেলেন। গম্ভীরকে এত তৃপ্ত এর আগে কবে লে🐻গেছিল, বলা কঠিন। কেকেআর-এর ড্রেসিংর𓂃ুমের এই মজার ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই, তা ভাইরাল হয়েছে। এবং এখানে গম্ভীরে রীতিমতো খুশির মেজাজে হাসতে দেখা গিয়েছে, যেটা সাধারণ লক্ষ্য করা যায় না।
আসলে তৃতীয় বার আইপিএল শিরোপা জয়। আবেগে ভাসছে পুরো কলকাতা নাইট রাইডার্স শিবির। আর✅ এই জয়ের পিছনে যিনি আসলে কারিগর, তিনি আর কেউ নন- গৌতম গম্ভীর। যিনি বেশ শান্ত স্বভাবের রাশভারী ব্যক্তি। হাসতেও কম দেখা যায় তাঁকে। তবে রবিবার রাতে আইপিএল ফাইনালের পর অন্য ছবি ধরা পড়েছে। গম্ভীরকেও প্রাণ খুলে হাসতে দেখা গিয়েছে। প্লেয়ারদের সঙ্গে সেলিব্রেশনেও মাততে দেখা গিয়েছে। তবে সবটাই খুব মাপা।
গৌতির ছোঁয়ায় শিরোপা জয় নাইটদের
কাগজে-কলমে গম্ভীর কলকাতার দলের মেন্টর বা পরামর্শদাতা। তবে বকলমে পুরো স্ট্র্যাটেজি, কৌশল সবটাই কিন্তু ঠিক করেছেন গৌতি। ফাইনাল জয়ের পরে দলের খেলোয়াড়রা তো কৃতিত্ব দিচ্ছেনই, সেই সঙ্গে কেকেআর-এর অন্যতম প্রধান কর্ণধার শাহরুখ খান🐽 তো গম্ভীরে মুগ্ধ। প্রধান কোচ এবার গৌতির আড়ালেই চলে গিয়েছেন। আসলে গম্ভীরের হাত ধরেই তো এবার বদলে গিয়েছে কেকেআর-এর খোলনলচে। গম্ভীরের কেকেআর-এ প্রত্যাবর্তব নিঃসন্দেহে দলের ভাগ্য ফিরিয়েছে। এর আগে ২০১২ এবং ২০১৪ সালে গৌতির নেতৃত্বে চ্যাম্পিয়ন ꧑হয়েছিল কেকেআর, মেন্টর হিসেবে এবার ফের কলকাতার দলে প্রত্যাবর্তন করতেই দশ বছরের খরা কাটিয়ে খেতাব জিতল নাইটরা।