ঋষভ পন্তের খারাপ ফর্ম চলছেই। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ২০২৫ আইপিএলে তাঁর তৃতীয় ম্যাচেও চূড়ান্ত ব্যর্থ হলেন। এই নিয়ে তিনি ব্যর্থতার হ্যাটট্রিকই করে ফেললেন। পঞ্জাব কিংসের বিপক্ষে মাত্র ৫ বল খেলেন ঋষভ পন্ত। করেন মাত্র ২ রান। এই বাঁ-হাতি ব্যাটসম্যানকে খুব সহজেই ফাঁদে ফেলে পঞ্জাব কিংস। পাওয়ার প্লে-তে তাঁর বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলকে মোতায়েন করা হয়েছিল। আর পন্তকে তিনি ক্যাচ তুলতে বাধ্য করেন। তাঁর ক্যাচ নেন যুজবেন্দ্র চাহাল। মজার বিষয় হল যে, ঋষভ পন্ত আইপিএল শুরুর আগে পঞ্জাব কিংসকে নিয়ে মজা করেছিলেন। আর তౠার ফল তিনি এখন ভালো ভাবেই টের পাচ্ছেন।
ঋষভ পন্তকে এভাবেই ফাঁদে ফেললেন শ্রেয়স আইয়ার
লখনউ সুপার জায়ান্টসের ২ উইকেটে পতনের পর ক্রিজে আসেন ঋষভ পন্ত। লখনউ আশা করেছিল, অধিনায়ক দলের দায়িত্ব নেবেন, কিন্তু সেটা হয়নি। পন্ত ক্রিজে আসার সঙ্গে সঙ্গে পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার একটি চমকপ্ꦚরদ পদক্ষেপ নেন। অফ-স্পিনার গ্লেন ম্যা🍎ক্সওয়েলের হাতে বল তুলে দেন তিনি। তখন সবে পাওয়ার প্লে-র পঞ্চম ওভার চলছিল। গ্লেন ম্যাক্সওয়েল ক্রমাগত পন্তকে সমস্যায় ফেলেন এবং তার পরে পঞ্চম বলে, এই খেলোয়াড় একটি বড় স্ট্রোক খেলার চেষ্টা করেন। আর শর্ট ফাইন লেগে দাঁড়িয়ে থাকা যুজবেন্দ্র চাহালের হাতে একটি সহজ ক্যাচ তুলে দেন।
আরও পড়ুন: 'রাহুলের নামেও ৭টি অক্ষর', DC-🦄র বাসের নীচে লেখা দেখেই নেটপাড়া বলল ধোনিকে খোঁচা?
চাপ বাড়ছে পন্তের উপর
তিনটি ম্যাচ মিলিয়ে ঋষভ পন্ত মাত্র ১৭ রান সংগ্রহ করেছেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খাতা খুলতে পা🅘রেননি। ১৫ করেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের বিরಌুদ্ধে। পঞ্জাবের বিরুদ্ধে করলেন মাত্র ২ রান। স্বাভাবিক ভাবেই এলএসজি অধিনায়কের উপর চাপ বাড়ছে। আর লখনউয়ের ভাগ্য পন্তের পারফরম্যান্সের উপর নির্ভর করছে। পন্তের টানা ব্যর্থতায়, তাঁকে নিয়ে নেটপাড়ায় রীতিমতো ট্রোল করা হচ্ছে।
আরও পড়ুন: ধোনির সঙ্গে ছবি দিয়ে তিন শব্দের পোস্ট… নেটপাড়ায় চাঞ্চল্🐠য ছড়ালেন জাদেজা