ভারতের বিরুদ্ধে 🐭চার ম্যাচের টি-২০ সিরিজে ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম্যান্স উপহার দেন মারকো জানসেন। এবছর আইপিএল নিলামে ৭ কোটি টাকার 𓄧বিরাট চুক্তিও পেয়ে যান পঞ্জাব কিংসের তরফে। আইপিএল নিলামে মোটা টাকা দাম পাওয়ার পরে পঞ্জাব ফ্র্যাঞ্চাইজিকে নিজের পারফর্ম্যান্স দিয়ে আস্বস্ত করলেন জানসেন। ডারবান টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে একার হাতে ধ্বংস করলেন প্রোটিয়া স্পিডস্টার।
ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে টস-ভাগ্য সঙ্গ দেয় শ্রীলঙ্কাকে। টস জিতে শ্রীলঙ্কা দলনায়ক ধনঞ্জয়া ডি'সিলভা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান হোম টিমকে। দক্ষিণ আফ্রিকা বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে মোটে ২০.৪ ওভা𓆉র ব্যাট করে। তারা ৪ উইকেটের বিনিময়ে ৮০ রান সংগ্রহ করে।
দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে দক𒈔্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৯১ রানে। তারা ব্যাট করে সাকুল্যে ৪৯.৪ ওভার। ক্যাপ্টেন তেম্বা বাভুমা দꩵলের হয়ে সব থেকে বেশি ৭০ রানের লড়াকু ইনিংস খেলেন। ১১৭ বলের অধিনায়কোচিত ইনিংসে তেম্বা ৯টি চার ও ১টি ছক্কা মারেন।
এছাড়া কেশব মহারাজ ২৪, কাগিসো রাবাদা ১৫, ত𒁃্রিস্তান স্টাবস ১৬ ও মারকো জানসেন ১৩ রানের যোগদান রাখেন। শ্রীলঙ্কার হয়ে প্রথম ইনিংসে অসিথা ফার্নান্ডো ও লাহিরু কুমারা ৩টি করে উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন বিশ্ব ফার্নান্ডো ও প্রবথ জয়সূর্য।
আরও পড়ুন:- IPL 2025 Auction: আইপিএলের মেগা নিলাম থেকে🏅 কোন দেশে গেল কত টাকা?
নিজেদের টেস্ট ইতিহাসে সব থেকে কম রানে অল-আউট শ্রীলঙ্কা
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রꦺিকাকে সস্তায় বেঁধে রাখা গিয়েছে বলে উৎফুল্ল ছিল শ্রীলঙ্কা শিবির। তবে তাদের সেই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেননা পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ৪২ রানে। শ্রীলঙ্কার প্রথম ইনিংস স্থায়ী হয় মোটে ১৩.৫ ওভার। অর্থাৎ, টি-২০ ক্রিকেটেও এত কম রানে কোনও দলকে সচরাচর অল-আউট হচে দেখা যায় না।
উল্লেখযোগ্য বিষয় হল, টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটিই শ্রীলঙ্কার সব থেকে কম রানের দলগত ইনিংস। সেই নিরিখে লজ্জার নজির গড়ে সিংহলিরা। এর 🌟আগে টেস্টে শ্রীলঙ্কার সব থেকে ছোট ইনিংস ছিল ৭১ রানের। ১৯৯৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে ক্যান্ডি টেস্টে ৭১ রানে অল-আউট হয় শ্রীলঙ্কা। সুতরাং, ৩০ বছর আগের হতাশা এবার লজ্জায় পরিণত হয় সিংহলিদের।
শ্রীলঙ্কার সব থেকে ছোট টেস্ট ইনিংস
১. দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪২ রানে অল-আউট (ডারবান, ২০২৪)।২. পাকিস্তানের বিরুদ্ধে ৭১ রানে অল-আউট (ক্যান্ডি, ১৯৯৪)।৩. পাকিস্তানের বিরুদ্ধে ৭৩ রানে অল-আউট (ক্যান্ডি, ২০০৬)।৪. ইংল্যান্ডের বিরুদ্ধে ৮১ রানে অল-আউট (কলম্বো, ২০০১)।৫. ভারতের বিরুদ্ধে ৮২ রানে অল-আউট (চণ্ডীগড়☂, ১৯৯০)🌊।
আরও উল্লেখযোগ্য বিষয় হল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আর কোনও দেশ এর আগে কখনও এত কম রানে অল-আউট হয়নি। সেদিক থেকে নতুন ইতিহাস গড়ে প্রোটিয়ারা। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সব থেকে কম ৪৫ রানে অল-আউট হয়েছিল নিউজিল্যান্ড। ২০১৩ সালে🌃 কেপ টাউনে ঘটে এমন ঘটনা। সুতরাং, ১১ বছর পরে ফের প্রোটিয়া বোলাররা অভাবনীয় দাপট দেখান প্রতিপক্ষ ব্যাটারদের উপরে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সব থেকে ছোট টেস্ট ইনিংস
১. শ্রীলঙ্কা- ৪২ (ডারবান, ২০২৪)।২. নিউজিল্যান্ড- ৪৫ (কেপ টাউন, ২০১৩)।৩. অস্ট্রেলিয়া- ৪৭ (কেপ টাউন, ২০১১)।৪. পাকিস্তান- ৪৮ (জোহানেসবার্গ, ২০১৩)।
টেস্ট কেরিয়ারের সেরা বোলিং জানসেনের
ডারবান টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার হয়ে দুই অঙ্কের রান করেন কেবল কামিন্দু মেন্ডিস (১৩) ও লাহিরু কুমারা (অপরাজিত ১০)। শ্রীলঙ্কার ৫ জন ব্যাটার শূন্যয় আউট হন। দক্ষি🌞ণ আফ্রিকার হয়ে মারকো জানসেন প্রথম ইনিংসে ৬.৫ ওভার বল করে ১৩ রানের বিনিময়ে ৭টি উইকেট দখল করেন। এটি তাঁর টেস্ট কেরিয়ারের সেরা বোলিং পারফর্ম্যান্স। এছাড়া ১৮ রানে ২টি উইকেট নেন জেরাল্ড কোয়েটজি ও ১০ রানে ১টি উইকেট নেন কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসের নিরিখে ১৪৯ রান🔯ের লিড নিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা।