বৃহস্পতিবার ডারবান টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে আক্ষরিক অর্থেই বিধ্বস্ত করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া দল প্রথম দফায় নিজেরা ২০০ রানের গণ্ডি টপকাতে পারেনি। সুতরাং, নিজেদেপ ব্যাটিং শেষে বেকায়দায় দেখাচ্ছিল হোম টিমকেই। তবে পালটা ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ৫০ রানের গণ্ডিও টপকাতে দেয়নি দক্ষিণ আফ্রিকা। ফলে ছোটখাটো টোটাল গড়েও প্রথম ইনিংসে বড়সড় লিড পেয়ে যায়🎶 প্রোটিয়ারা।
উল্লেখযোগ্য বিষয় হল, বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার সামনে স🅠ুযোগ ছিল ১০০ বছরের লজ্জ♎া থেকে মুক্তি পাওয়ার। তবে মাত্র ৮টি বলের জন্য এক শতাব্দীর পুরনো হতাশা ঝেড়ে ফেলা সম্ভব হয়নি প্রোটিয়াদের পক্ষে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ডারবাম টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ🌞্রিকা অল-আউট হয় ১৯১ রানে। তারা সাকুল্যে ৪৯.৪ ওভার ব্যাট করে। পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে মাত্র ৪২ রানে অল-আউট হয়ে যায়। নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে শ্রীলঙ্কার এটিই সব থেকে কম রানের দলগত ইনিংস। অর্থাৎ, এর আগে টেস্টে কখনও এত কম রানে অল-আউট হয়নি শ্রীলঙ্কা।
অন্যদিকে দক্ষি🐲ণ আফ্রিকা এর আগে কখনও এত কম রানে কোনও দলকে অল-আউট করেনি। সেদিক থেকে তারও নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন রেক🌠র্ড গড়ে।
বৃহস্পতিবার ডারবানে শ্রীলঙ্কার প্রথম ইনিংস স্থায়ী হ𝓀য় মোটে ১৩.৫ ওভার। অর্থাৎ, ৮৩ বলেই প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ওভার তথা বল সংখ্যার নিরিখে টেস্টে ক্রিকেটের ইতিহাসে সব থেকে ছোট ইনিংসের তালিকায় শ্রীলঙ্কার এই ইন🍃িংসটি জায়গা করে নেয় দ্বিতীয় স্থানে।
যার অর্থ এক থেকেও কম ওভার বা কম বলে টেস্টে অল-আউট হয়েছিল কোনও দল। সেটি অন্য কোনও দল নয়, বরং দক্ষিণ আফ্রিকার দখলেই রয়েছে এমন লজ্জাজনক 🦩নজির। ঠিক ১০০ ভচর আগে টেস্টে ওভার বা বল সংখ্যার নিরিখে সব থেকে ছোট ইনিংসের হতাশাজনক বিশ্বরেকর্ড গড়ে।
১৯২৪ সালের জুনে বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১২.৩ ওভার অল-আউট হয় দক্ষিণ আফ্রিকা। ৭৫ বলের সেই ইনিংসে প্রোটিয়া দল মাত্র ৩০ রানে অল-আউট হয়। অর্থাৎ, বৃহস্পতিবার ডারবানে আর ৯টি বল আগে শ্রীলঙ্কাকে অল-আউট করতে পারলে ১🧸০০ বছরের লজ্জা থেকে মুক্তি পেত দক্ষিণ আফ্রিকা। সেদিক থেকে টেস্টের ইতিহাসের সর্ব🍒কালীন লজ্জার মুখে পড়তে হতো সিংহলিদের।