আরও এক সুখবর আসতে পারে সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার নীতীশ রেড্ডির কাছে। চলতি বছরেই এই অলরাউন্ডার আইপিএলে নজর কাড়ার সুবাদে সুযোগ পেয়েছি🔯লেন জাত🐽ীয় দলে। সেই মতো বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমে বিধ্বংসী ইনিংসও খেলেছিলেন তিনি। শুধু ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণই নয়, এবার দীর্ঘ ফরম্যাটেও ভারতীয় দলে খেলতে দেখা যেতে পারে এই ক্রিকেটারকে।
হার্দিক পান্ডিয়া বহুদিন যাবত টেস্ট ক্রিকেট তেমন খেল𝄹েননা। আর অস্ট্রেলিয়ার মাটিতে অতিরিক্ত স্পিনার𝓰 অলরাউন্ডার নিয়ে গিয়ে তেমন লাভ নেই। সেই কারণেই নীতীশ রেড্ডিকে সেদেশে নিয়ে যাওয়ার ভাবনায় রয়েছে ভারতীয় নির্বাচকরা। এ দলের খেলার সুবাদে সেখানেই থাকবেন নীতীশ, তাই দলের সঙ্গে তাঁকে রেখে দেওয়া হতে পারে।
আরও পড়ুন-২ বছর নয়! ICC চেয়ারম্যান হিসেবে টানা ৩ বছর থাকতে পারেন জয় শাহ! আসতে পারে✃ নয়া নিয়ম…
স্রেফ দুই পেসারে ভরসা নয়-
এমনিতেই ভারতীয় দলে দুই স্পিনার অলরাউন্ডার রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। দুই ক্রিকেটারকেই প্রথম একাদশে রাখা হয় সচরাচর। তৃতীয় পেসার অজিদের মাঠে খেলানো❀ হবে তা নিশ্চিত। সেক্ষেত্রে বুমরাহর সঙ্গী সিরাজ, আকাশদীপ অথবা মহম্মদ শামি হতে পারেন। কারণ অস্ট্রেলিয়া উইকেট সাধারণত গ্র🔯িন টপ হয়, অর্থাৎ ফাস্ট এবং বাউন্সি ট্র্যাক।
নীতীশকে রাখা হতে পারে স্কোয়াডে-
এখানেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইছে, স্রেফ তিন পেসারই নয় সঙ্গে নীতীশ রেড্ডিকেও নিয়ে যেতে। কারণ তাঁর সিম বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের হাতও ভালো। আর সিরাজ নতুন বলে এমনিতেও তেমন নজর কাড়তে পারেননি, 🐈সেক্ষেত্রে বুমরাহ-আকাশদীপের সঙ্গে নীতীশকে খেলানো গেলে, একজন অতিরিক্ত ব্যাটারকে দলে রাখা যাবে। যদিও অনেক কিছু নির্ভ🅠র করছে মহম্মদ শামির প্রত্যাবর্তনের ওপরেও।
জাতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে শার্দুল ঠাকুরের-
শোনা যাচ্ছে বিসিসিআইয়ের নির্বাচকদের নজরে রয়েছেন ঘরোয়া ক্রিকেটে ভ🎃ালো ছন্দে থাকা মুম্বইয়ের বোলার শার্দুল ঠাকুরও, যিনি গতবার অস্ট্র🥃েলিয়ার মাটিতে গিয়ে ভালোই খেলেছিলেন। সিরিজ জিততে দলকে সাহায্য করেছিলেন, ব্যাট হাতেও অল্প বিস্তর রান ছিল ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের। সেক্ষেত্রে জাতীয় দল থেকে বেশ কিছুদিন বাইরে থাকলেও তাঁকে দলে ফেরানো হতে পারে বর্ডার গাভাসকর ট্রফিতে।