নিউজিল্যান্ডের 🅺কাছে পরপর দু'টি টি২০ ম্যাচে হারের পর, তৃতীয়টিতে দুরন্ত প্রত্যাবর্তন করে আশা জাগিয়েছিল পাকিস্তান ক্রিকেট টিম। কিন্তু রবিবার চতুর্থ টি২০-তে তারা ফের মুখ থুবড়ে পড়ল। এই পাকিস্তান দলের ধারাবাহিকতার বড়ই অভাব। এদিন নিউজিল্যান্ডের কাছে পাকিস্তান ১১৫ রানের বিশাল ব্যবধানে লজ্জাজনক ভাবে হারে। এদিন পাকিস্তানের সামনে ২২১ রানের বিশাল লক্ষ্য রেখেছিল কিউয়িরা। কিন্তু সলমন আলি আগার টিম ১৬,২ ওভারে মাত্র ১০৫ রানেই গুটিয়ে গেল। প্রথমে পাক বোলারদের কাঁদিয়ে ছাড়েন ফিন অ্যালেনরা। তারপর কিউয়ি বোলাররা ধস নামান পাকিস্তান꧃ের ব্যাটিং লাইন-আপে।
মাউন্ট মাউঙ্গানুইতে খেলা চতুর্থ ম্যাচে পাকিস্তা🌠ন দলের অধিনায়ক সলমন আলি আগা টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। আর তাঁর এই সিদ্ধান্তই বুমেরাং হয়ে যায়। নিউজিল্যান্ডের ব্যাটাররা শুরু থেকে আগ্র🌳াসী মেজাজে পেটাতে শুরু করেন শাহিন শাহ আফ্রিদিদের। উইকেট পড়লেও, রানের গতি কিন্তু কিউয়িরা কমাননি। তাদের প্রথম উইকেট পড়েছিল ৫৯ রানে এবং সেই সময় মাত্র ৪.১ ওভার হয়েছিল। এর পর দ্বিতীয় উইকেটের পতন হয় দলের ১০৮ রানের মাথায়। তখন ওভার ছিল ৮.১। কিউয়িরা ১৮তম ওভারে ২০০ রান পূর্ণ করে ফেলে। এর পরেও থেমে থাকেননি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। তবে শেষ দুই ওভারে প্রত্যাশার চেয়ে কম রান ওঠে।
আরও পড়ুন: IPL-এর ১৮ বছরের ই෴তিহাসে ১৮তম বারဣ শূন্যতে আউট রোহিত শর্মা, গড়লেন লজ্জার নজির
২০০-২৫০ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন কিউয়িরা
মাইকেল ব্রেসওয়েলের নেতৃত্বে নিউজিল্যান্ড দল প্রথমে ব্যাট করে নির🌸্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান করে। নিউজিল্যান্ডের হয়ে ফিন অ্যালেন ১৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ২০ বলে ৫০ করে তিনি এদিন আউট হন। তাঁর ইনিংস সাজানো ছিল ৬টি চার এবং ৩টি ছক্কায়। এছাড়া টিম সেফার্ট ২২ বলে ৪৪ রান করেন। অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল ২৬ বলে ৪৬ করেন। ব্রেসওয়েলের স্ট্রাইক রেট ছিল ১৭৭-এর কাছাকাছি। সেফার্ট ২০০ এবং ফিন অ্যালেন ২৫০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এছাড়া ১৬ বলে ২৪ করেছেন মার্ক চ্যাপম্যান। ড্য়ারিল মিচেল করেছেন ২৩ বলে ২৯ রান।
আরও পড়ুন: ৪ ওভারে দিলেন ৭৬ রা🌠ন, IPL-এর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বোলℱার হিসেবে লজ্জার রেকর্ড জোফ্রা আর্চারের
এদিন পাকিস্তানের সবচেয়ে সফল বোলার ছিলেন হ্যারিস রউফ। ൲তিনি ৪ ওভারে মাত্র ২৭ রান খরচ করেন এবং ৩ উইকেট নেন। অন্য সব বোলারের ইকোনমি রেট ছিল ১০ বা তার বেশি। রউফ ছাড়া ৪ ওভারে ৪১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আব্রার আহমেদ। ৩ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন আব্বাস আফ্রিদি।
কেঁপে গেলেন পাক ব্যাটাররা
শাহিন শাহ আফ্রিদিরা এদিন যতটা হতাশ করেছেন🃏, তার চেয়ে বেশি নড়বড় করেছে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। এদিন প্রথম ওভার থেকেই উইকেট হারাতে শুরু করে পাকিস্তান। পাওয়ার প্লেতেই পাকিস্তান দলের অর্ধেক উইকেট হারিয়ে বসে থাকে। ৬ ওভারের মধ্যেই ৫ উইকেট পড়ে যায় তাদের।
আরও পড়ুন: 4-6-0-4-1W-4-4- পঞ্চম ওভারে ট্র্যাভিস হেডের পিটুনি খেয়ে চোখে শর্ষেফুল আর্চা🃏রের, এল ২৩ রান