চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই জসপ্রীত বুমরাহ, যা টিম ইন্ডিয়ার কাচে বড় ধাক্কা। তবে বুমরাহের অনুপস্থিতিকে দুর্বলতা ভেবে ঘ্যানঘ্যান না করে, বরং টিম গেমে মন দেওয়াক পরামর্শ দিয়েছেন ১৯৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।
🧸শুক্রবার ভালোবাসা দিবসে শহরে এসেছিলেন কপিল দেব। গলফের একটি অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার শহরের একটি অভিজাত ক্লাবে এসেছিলেন কপিল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ককে পেয়ে বর্তমান ভারতীয় দল নিয়ে একের পর এক প্রশ্ন ধেয়ে আসতে থাকে। কপিল অবশ্য রোহিত শর্মা এবং তাঁর দলকে আইসিসির মার্কি টুর্নামেন্টের জন্য শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: 🌠টেস্ট দল থেকে ঘাড় ধাক্কা খেতে চলেছেন রোহিত,BCCI-এর ভাবনায় নতুন অধিনায়ক- রিপোর্ট
🌃পাশাপাশি বিশ্বকাপজয়ী অধিনায়ক স্পষ্ট করে বলে দেন, যে কোনও ক্ষেত্রেই কোনও একজন প্লেয়ারের উপর নির্ভর করা যাবে না, সবাই সমান গুরুত্বপূর্ণ। কপিল দেবের স্পষ্ট দাবি, ‘আমি ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে চাই। দলের প্রত্যেক প্লেয়ার গুরুত্বপূর্ণ। তবে চ্যাম্পিয়নশিপ জেতার ক্ষেত্রে মাত্র একজন প্লেয়ারের উপর নির্ভর করা উচিত নয়। গোটা দলের উপর নির্ভর করবে রেজাল্ট। সবাইকেই ভালো খেলতে হবে।’
আরও পড়ুন: 𒉰বিষ খাওয়ার ঠিক আগে পন্তের ত্রাতা রজত আর তাঁর বান্ধবীর রেকর্ড করা ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য
ꦯপিঠের নীচের চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন বুমরাহ। তাঁকে কতটা মিস করবে টিম ইন্ডিয়া? কপিল দেব বলে দেন, ‘এমন একজনকে নিয়ে কেন কথা বলব, যে দলে নেই? এটা টিম গেম। দলকে জিততে হবে, কোনও ব্যক্তি বিশেষকে নয়। এটা ব্যাডমিন্টন, টেনিস বা গলফ নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা টিম গেম খেলব। দল হিসাবে খেলতে পারলে আমরা অবশ্যই জিতব। দলের সেরা প্লেয়াররা চোট পাক, কেউ সেটা চায় না। কিন্তু সেটা হলে, কিছু করার নেই। ভারতীয় দলের জন্য শুভেচ্ছা রইল।’
🌊প্লেয়ারদের নিয়মিত চোট পাওয়া নিয়ে চিন্তিত বিশ্বকাপজয়ী অধিনায়ক। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেটে অ্যাকাডেমি রিহ্যাব হাব হয়ে দাঁড়িয়েছে। তিনি মনে করেন, অতিরিক্ত ক্রিকেটের ফলেই এমন হচ্ছে। কপিল বলেন, ‘ক্রিকেটাররা আজকাল এক বছরের মধ্যে ১০ মাস ক্রিকেট খেলে। সেটাই চিন্তার বিষয়। যার ফলে চোট বাড়বেই।’ তরুণদের খেলা দেখার অপেক্ষায় তিনি। তাঁদের আত্মবিশ্বাসের প্রশংসা করলেন। জানালেন, তাঁরা যখন শুরু করেছিলেন, তখন এতটা আত্মবিশ্বাসী ছিলেন না। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু করবে ভারত। গোটা বিশ্বের নজর থাকবে ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচের দিকে।