ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে রণবীর সিং নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি স্টোরি পোস্ট করেছেন। তিনি সেই স্টোরিতে সেনাবাহিনীর 'Operation Sindoor'-এর প্রশংসা করেছেন। 'Operation Sindoor'-কে তাঁর সমর্থনের জন্য তাঁকে যাঁরা ট্রোল করেছেন এই ইনস্টা স্টোরির মাধ্যমে সেই ট্রোলারদের জবাব দিয়েছেন রণবীর সিং। রণবীর সিং লিখেছেন - ‘কেউ উত্যক্ত করলে আমরা তাকে ছাড়ি না।’
ঠিক কী লিখেছেন রণবীর?
রণবীর সিং 'Operation Sindoor'-কে সমর্থন করার পরই তাঁর পোস্টের কমেন্ট সেকশনে কিছু লোক তাঁকে ট্রোল করতে শুরু করেন, যে মন্তব্যগুলি বেশিরভাগই পাকিস্তানি নাগরিকদের পক্ষ থেকে এসেছিল। আর তাই এবার সেই ট্রোলারদের জবাব দিতে একটি স্টোরি পোস্ট করেছেন রণবীর। রণবীর 'Operation Sindoor'-এর লোগোর ছবি শেয়ার করে লিখেছেন - ‘আমরা রাস্তায় চলার পথে কাউকে উত্যক্ত করি না। তবে কেউ যদি উত্যক্ত করে তাহলে আমরা তাকে ছাড়ি না।’ এর সাথে রণবীর সিং লিখেছেন - ‘আমাদের সশস্ত্র বাহিনীর সাহস এবং প্রধানমন্ত্রী মোদীর দৃঢ়তাকে স্যালুট।’
জম্মু-কাশ্মীরের বেশ কয়েকটি জেলায় ব্ল্যাকআউট
পহেলগাঁ হামলার পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। সেনাবাহিনীর 'Operation Sindoor'-এর পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে এই মুহূর্তে জম্মু-কাশ্মীরের বেশ কয়েকটি জেলায় ব্ল্যাকআউট হয়েছে। ভারত এবং পাকিস্তানের এই মুহূর্তে উত্তেজনা এখন চরমে পৌঁছেছে।
আরও পড়ুন-৮ দিনে এসে অনেকটাই কমল অজয়ের ছবি রেইড-২ আয়, ঝুলিতে এল কত টাকা? কী হাল অক্ষয়ের কেশরী ২র?
অন্যান্য তারকাদের প্রতিক্রিয়া
এদিকে শুধু রণবীরই নয় ভারতীয় সেনার অপারেশন সিঁদুর-এর প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের বহু তারকাই। এর আগে শাহিদ কাপুর লেখেন একটি যুদ্ধ বিমানের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘ভারত উস্কানি দেয় না, কিন্তু ভারত কখনও ভুলে যায় না। অপারেশন সিঁদুর।’ যদিও পরে আবার এই পোস্ট মুছে দেন শাহিদ।
তবে গতমাসে পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে শাহিদ কাপুর লিখেছিলেন, ‘পহেলগাঁওয়ে নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। সন্ত্রাসবাদের এই কাপুরুষোচিত কর্মকাণ্ড দেখে ধিক্কার জানাই। ঈশ্বর কখনও মেনে নেবে না। এই ক্ষতির কোনও সমবেদনা হয় না। আহত এবং নিহতদের পরিবারের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই।’