ভারত-পাকিস্তানের উত্তেজনার মাঝে বড় সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিং। আবুধাবিতে তাঁর আসন্ন লাইভ শোয়ের তারিখ পিছিয়ে দিলেন বংলার গায়ক। বৃহস্পতিবার, অরিজিতের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতি শেয়ার করা হয়। যেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, ৯ মে অনুষ্ঠানটি স্থগিত করা হচ্ছে।
শেয়ার করা সেই অফিসিয়াল স্টেটমেন্টে লেখা হয়, ‘প্রিয় ভক্তরা, সাম্প্রতিক ঘটনার কারণে, আমরা আবুধাবিতে অরিজিৎ সিং-এর লাইভ কনসার্টটি স্থগিত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি, যা ২০২৫ সালের ৯ মে তারিখে ইয়াস দ্বীপের ইতিহাদ এরিনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আপনাদের ধৈর্য, সমর্থন এবং বোঝাপড়ার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আমরা ভেন্যুটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে।’
এই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, অনুষ্ঠানের জন্য কেনা টিকিটগুলি নতুন তারিখের জন্য বৈধ থাকবে, অথবা দর্শকরা চাইলে সম্পূর্ণ অর্থ ফেরতও নিতে পারবেন। ‘সকল টিকিট পুনঃনির্ধারিত তারিখের জন্য বৈধ থাকবে, অথবা আপনি চাইলে ২০২৫ সালের ১২ মে থেকে ৭ দিনের মধ্যে সম্পূর্ণ টাকা ফেরত পেতে পারেন। আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ, আমরা শীঘ্রই আপনার সঙ্গে অবিস্মরণীয় স্মৃতি তৈরি করার জন্য উন্মুখ। ভালোবাসার সঙ্গে, টিম অরিজিৎ সিং লাইভ’।
গত মাসে পহেলগাঁওতে ভ্রমণার্থীদের উপর পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসীদের হাংলায় ২৬ জনের হত্যার পর, ভারত পাকিস্তানের ৯টি সন্ত্রাসী স্থানে হামলা চালানোর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পর, অরিজিৎ সিং চেন্নাইতে তাঁর কনসার্ট বাতিল করেছিলেন।
পর্যটকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন মানুষ নিগত হন গত মাসে। যার মধ্যে একজন স্থানীয় ব্যক্তিও ছিলেন, যিনি সন্ত্রাসীদের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেওযার চেষ্টা করেছিলেন। সেই ঘোড়ার সহিসকেও হত্যা করে জঙ্গিরা। এরপর জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করেছে। টিআরএফ হলো পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈবার একটি শাখা। কাশ্মীরে ঐতিহাসিক ৩৭০ ধারা বাতিলের পর এই সংগঠনের সূচনা হয়।