দেখতে দেখতে এবারের বিশ্বকাপের শেষ লগ্ন এসে হাজির। আগামী ১৯ নভেম্বর গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। ২০০৩ এর পর এই বছর আবারও বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দেশ। ফলে এবারের ওয়ার্ল্ড কাপ ফাইনাল নিয়ে উন্মাদনার শেষ নেই। এদিন এই উন্মাদনার পারদ🐻 বাড়াতে আয়োজন করা হয়েছে একাধিক অনুষ্ঠানের।
বিশ্বকাপের ক্লোজিং সেরিমনিতে কী কী পারফরমেন্স থাকবে?
শনিবার, ১৮ নভেম্বর সকালে বিসিসিআইয়ের তরফে আইসিসি ওয়ার্ল্ড কাপের ক্লোজিং সেরিমনির অনুষ্ঠানের লিস্ট প্রকাশ্যে আনা হয়েছে। এদিন দুপুর ১.৩৫ থেকে ১.৫০ পর্যন্ত শুকরিয়া IAF এয়ারশো প্রদর্শিত হবে। এটা ম্যাচ শ🐓ুরু হওয়ার আগে হবে। এরপর ২ টো থেকে শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপের ফাইনাল।
তারপর ইনিংস ব্রেকে 𝓡থাকছেন একগুচ্ছ সঙ্গীত শিল্পীরা। এই সময় পারফর্ম করবেন প্রীতম চক্রবর্তী, জনিতা গান্ধী, নকাশ𓂃 আজিজ, অমিত মিশ্র প্রমুখ। থাকবেন আকসা সিং, তুষার যোশীও।
আরও পড়ুন: ভারতীয়🅘 ক্রিকেট দলের প্রোমোতে অনুষ্কাকে দেখে ক্ষুব্🦄ধ নেটপাড়া, সকলের প্রশ্ন, 'ওর ব্যাটিং পজিশন কী?'
আরও পড়ুন: ফাইনালের আগে খোশমেজাজে রোহিত-শ্রেয়সরা, কারা কারা খেতে গেলেন আমদাবা🦹দের রেস্তোরাঁয়?
এরপর প্রথম ইনিংসের ড্রিংকস ব্রেকে আদিত্য গাধভি পারফর্ম করবেন। আর পরিশেষে দ্বিতীয় ইনিংস ড্রিংকস ব্র๊েকে থাকবে লেজার এবং লাইট শো।
এদিন বিসিসিআইয়ের🐎 তরফে এই পোস্ট করে লেখা হয়, 'এর থেকে বড় আর কী বা হতে পারে! আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভরপুর বিনোদনের জন্য আছে একগুচ্ছ পারফরমেন্স।'
বিসিসিআইয়ের এই পোস্ট থেকেই স্পষ্ট এতদিন যে গুজব ছড়িয়েছিল দু🎃য়া লিপা এদিনের অনুষ্ঠানে গান গাইবেন সেটা আসলে মিথ্যে। তিনি গাইবেন না ফাইনালে।
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছে𒉰ন। এক ব্যক্তি লেখেন, 'এখান থেকেই প্রমাণিত দুয়া লিপা থাকছেন না।' আরেকজন লেখেন, 'মিড ইনিংসে তো উত্তেজনা চরম মাত্রায় পৌঁছবে, তখন আর কে কী এনজয় করবেন!' কেউ কেউ আবার লেখেন, 'দয়া করে এবার বিশ্বকাপটা দেশে থাকতে দেবেন।