জাভেদ আখতার সম্প্রতি আবারও একটু নতুন প্রপার্টি কিনলেন মুম্বইয়ের জুহু এলাকায়। জানা গিয়েছে বলিউডের এই বিখ্যাত স্ক্রিনপ্⛦লে রাইটার এবং লিরিসিস্টের নতুন ফ্ল্যাটটি প্রায় ১১১.৪৩ স্কোয়ার মিটারের। জানা গিয়েছে এই ফ্ল্যাটꦉ কিনতে এই বর্ষীয়ান লেখকের খরচ হয়েছে প্রায় ৭ কোটি ৭৬ লাখ টাকা। স্কোয়ার ইয়ার্ডসের তরফে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। গত ২ জুলাই সমস্ত লেনদেন সম্পন্ন হয়েছে। এই বাড়ি কিনতে ৪৬ লাখ ২ হাজার টাকার স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার টাকার রেজিস্ট্রেশন ফি দিতে হয়েছে জাভেদ আখতারকে।
আরও পড়ুন: কালো গায়ের রং আর দাঁতের জন্য হীনমন্যত🎃ায় ভুগতেন মিঠুন! শাবানা বললেন, 'মা ওকে জড়িয়ে ধরে বলতো...'
আরও পড়ুন: '...ভয় তোমায় থামাতে 🌠পারবে না', অর্জুনের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝে ফের ইঙ্গিতবহ পোস্ট মালাইকার
জাভেদ আখতারের আলিশান প্রপার্টি
জুহুর সাগর সম্রাট বিল্ডিংয়ে অবস্থিত জাভেদ আখতারের এই নতুন সম্পত্তি। জুহু মূলত তার দুর্দান্ত সম𒊎ুদ্র সৈকতের জন্য বিখ্যাত যেখানে মর্নিং বা ইভিনিং ওয়াক করা যায়। এছাড়া এটি মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় এলাকা যেখানে বিভিন্ন তারকা বা ধনী ব্যক্তিদের ঘর বা বাংলো রয়েছে।
স্কোয়ার ইয়ার্ডসের রিপোর্টে জানানো হয়েছে জাভেদ আখতার তাঁর এই নতুন প্রপার্টির লাগোয়া আরও একটি ফ্ল্যাট ২০২১ সালে কিনেছিলেন। সেই ফ্ল্যাটের আয়তন ১১৩.২০ স্কোয়ার মিটার। ত♓খন তিনি সেই ফ্ল্যাট ৭ কোটি টাকা দিয়ে কিনেছিলেন। বর্তমানে জাভেদ আখতার এই অ্যাপার্টমেন্টে থাকেন যেখানে তাঁর এই নতুন দুটো ফ্ল্যাট আছে, তবে অন্য তলায়।
আরও পড়ুন: হাসপাতাল থেকে বেরিয়েꦐই সোনাক্ষীর বিয়ে নিয়ে লবকে 'জবাব' শত্রুঘ্নর! বললেন, 'কে মানল না তাতে...'
জাভেদ আখতারের প্রসঙ্গে
১৯৭০ এর দশকে জাভেদ আখতার স্ক্রিনপ্লে লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন। সেই সময় তিনি সেলিম খানের সঙ্গে মিলে স্ক্রিনপ্লে লিখতেন। তাঁদের সেই 🔯সময় সেলিম জাভেদ জুটি বলা হতো। তাঁরা একসঙ্গে শোলে, জঞ্জির, দিওয়ার, ইত্যাদির মতো ক্লাসিক ছবির চিত্রনাট্য লিখেছিলেন। কিন্তু পরবর্তীতে তাঁরা আলাদা♑ হয়ে যান। তখন তিনি একাই লক্ষ্য, বেতাব, ম্যায় আজাদ হু, ডন: দ্য চেজ বিগিনস, ইত্যাদির মতো ছবির স্ক্রিপ্ট লিখেছেন।
জাভেদ আখতার পদ্মশ্রী, পদ্ম ভূষণ, সাহিত্য আকাদেমি অ্যাওয়ার্ড, ইত্যাদির মতো পুরস্কার পেয়েছেন। শাবানা ♔আজমির সঙ্গে তাঁর বিয়ে হয়।ꦚ