কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ তে সম্প্রতি♓ অমিতাভ বচ্চন জানালেন তাঁর এবং জয়া বচ্চনের বিয়ের ৫১ বছর কেটে যাওয়ার পরও আজও এতটুকু ফিকে হয়নি তাঁদের রোম্যান্স। বউয়ে🍌র জন্য ভালোবেসে কী উপহার নিয়ে যান এদিন সেটাই সঞ্চালনা করার সময় জানালেন।
আরও পড়ুন: মধুমিতাকে চোখে হারাচ্ছে☂ন দেবমাল্য! জুটি বেঁধে 'সেরা ক্রিসম𓄧াস ইভ' কাটালেন কীভাবে?
জয়া বচ্চনকে নিয়ে কী জানালেন অমিতাভ বচ্চন?
এদিন এক প্রতিযোগী কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ তে অমিতাভ বচ্চনকে একাধিক মজার প্রশ্ন জিজ্ঞেস করেন। সেখানেইಌ তিনি প্রথমে বলেন, 'আপনার বাড়ি এত বড়, রিমোট হারিয়ে গেলে কোথায় আর কীভাবে খোঁজেন?' জবাবে বিগ বি বলেন, 'সোজা সেট টপ বক্সের কাছে গিয়ে ওটাকে কন্ট্রোল করি।' এরপর সেই প্রতিযোগী প্রিয়াঙ্কা অমিতাভকে আবার প্রশ্ন করেন, 'অধিকাংশ সময় বাড়িতে রিমোট হারিয়ে গেলে খুব অশান্তি হয়। আপনাদের বাড়িতেও কি হয়?' জবাবে অমিতাভ বলেন, 'না মা। আমাদের বাড়িতে এসব হয় না। সোফায় দুটো বালিশ আছে, ওর মধ্যেই রিমোট কোথাও আড়াল হয়ে যায়।'
এদিন প্রিয়াঙ্কা অমিতাভ বচ্চনকে এদিন আরও একটি প্রশ্ন করেন। জানতে চান, 'আমি যখন বাড়ি ফিরি অনেক সময়ই আমার মা আমায় ধনেপাতা বা এটা ওটা নিয়ে আসতে বলে। তো জয়া ম্যামও ꧂কি আপনাকে কখনও এমন কিছু বলে?' উত্তরে অমিতাভ বলেন, 'হ্যাঁ, একদম বলে। বলে দেয় ন🅷িজেকে নিয়ে খালি বাড়ি ফেরো।'
এরপর কথায় কথায় অমিতাভ বলেন, 'জয়াজির ফুলের মালা খুব পছন্দের। তো রাস্তায় কোনও বাচ্চা যখন মালা বিক্রি করতে আসে তখন ⭕আমি ওদের থেকে কিনি। কখনও সেই ফুলের🐟 মালা আমি জয়াকে উপহার দিই তো কখনও আবার গাড়িতে রেখে দিই। ওর জুঁই ফুল ভীষণ পছন্দের।'
আরও পড়ুন: পাপারাৎজিদের ইভেন্টে মেয়ের মুখ দেখা﷽লেন রণবীর - দীপিকা! কেমন দেখতে দুয়ℱাকে?
আরও পড়ুন: কোলেই শেষ ন🐓িঃশ্বাস ত্যাগ করেন ড্রাইভার! 'বন্ধু' মনোজের মৃত্যুর কথা বলতে গিয়েই ভেঙে পড়লেন বরুণ