আরজি কর কাণ্ডের প্রতিবাদে যেমন সাধারণ মানুষ মিছিল,🌳 প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন বিগত ২০-২২ দিন ধরে। তেমনই তাঁদের সঙ্গে পথে নেমেছেন তারকারাও। বাদ যাননি বাংলার কন্টেন্ট ক্রিয়েটররাও। এঁদের মধ্যে অন্যতম হলেন লাꦡফটারসেন যিনি নিয়মিত এই বিষয়ে নতুন নতুন কন্টেন্ট আনছেন। এবার তাঁর করা একটি নতুন পোস্ট যেন সকলকে সমাজের বাস্তব চিত্র দেখাল।
কী পোস্ট করেছেন নিরঞ্জন?
লাফটারসেন ওরফে নিরঞ্জন মন্ডল লাগাতার মহিলাদের সঙ্গে হওয়া নির্যাতন, আরজি কর কাণ্ড🎐 নিয়ে পোস্ট করে চলেছেন। কখনও তাঁর ভিডিয়োর মাধ্যমে নির্যাতিতা, ধর্ষিতাদের এক ঘরে না করার বার্তা দিয়েছেন। কখনও আবার বুঝিয়েছেন মহিলাদের সঙ্গে ঘটা যৌন নিগ্রহের ঘটনা কখনও সখনও ব❀াড়ি থেকেই শুরু হয়। এবার তিনি আরজি কর কাণ্ডের পর ৩১ বছর বয়সী সেই চিকিৎসকের পরিবারকে সরকারের তরফে যে ১০ লাখ টাকা দিতে চাওয়া হয়েছিল অনুদান হিসেবে সেটাকে কটাক্ষ করে বসলেন। বিষয়টাকে 'লটারি'র সঙ্গে তুলনা করে সমাজকে যেন বাস্তবের আয়না দেখালেন।
এদিন লাফটারসেন যে ভিডিয়ো পোস্ট𝓡 করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি পুজো দিচ্ছেন। এটি তখনই তাঁর বড় বৌদির মেসেজ এসেছে যেখানে দেখা যাচ্ছে মেয়ে হয়েছে তাঁর। সেই খবর তিনি ভাগ করেছেন ননদের সঙ্গে। আর এই মেসেজটি পড়েই লাফটারসেন বলে ওঠেন, 'ওই দেখো ওদের লটারি লেগেছে।'
কে কী বলছেন?
অনেকেই তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন🃏, 'সত্য কথা এভাবে স্পষ্ট করে বলতে দম লাগে। হ্যাটস অফ আপনাকে।' আরেকজন লেখেন, 'এত সূক্ষ্ম ভাবে এই বিষয়টাকে যে কেউ কটাক্ষ করতে পারে ভাবতেও পারিনি। অন🍬বদ্য!' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ভাবতেও খারাপ লাগে এই দেশের কাছে আমাদের দাম মাত্র ১০ লাখ টাকা!'
আরও পড়ুন: আরজি করের নির্যাতিতাꦆর জন্য মহামিছিলের🌼 নাম করে টাকা তোলা হচ্ছে! সবাইকে সতর্ক করে কী লিখলেন সোহিনী?