সোনালি চুল, নীল চোখ। মুখো বাংরেজি ভাষা। ‘মেম বউ’ হিসাবে একটা সময় বাংলা সিরিয়ালে ঝড় তুলেছিলেন বিনীতা চট্টোপাধ্যায়। তবে সেই একটাই সিরিয়াল। তারপর আর বাংলায় কাজ করেননি অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেম বউ চলাকালীন যেভাবে প্রেমিক ঠকিয়েছিল তাঁকে, তা আনলেন সামনে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সিটি সিনেমার কাছে মুখ খোলেন বিনীতা। তাঁকে বলতে শোনা যায়, ‘আমার কাছে তখন পরপর কাজ, একাধিক অফর। আমার তিন বছরের ভালোবাসা। তার একটা বিচ্ছির শেষ হল। ওর পরিবার থেকে বিয়ে ঠিক করল। আমার মন ভেঙে দিল। বাজে ভাবে ঠকাল। তিন বছর ধরে এত ভালো সম্পর্ক, আমার সঙ্গে শুধু নয় আমার পরিবারের সঙ্গে। কথা ছিল মেম বউ শেষ হলেই আমরা বিয়ে করব। হঠাৎ করেই, সিরিয়াল চলতে চলতেই আমাকে হঠাৎ করে ওর একটা বন্ধু বলল, তোর প্রেমিকার বিয়ে পরের সপ্তাহে। আমার মনে হল, আমাদের এতদিনের সম্পর্ক। আমাকে একবার নিজে জানাল না!’
‘আমি কেমন একট হয়ে গিয়েছিলাম। অবসাদে চলে গিয়েছিল। তাকে বারবার বলছিলাম, 'কেন করলে আমার সঙ্গে। আমি কি তোমার জন্য যথেষ্ট ছিলাম না। আমি তোমার বাগদত্তা। তুমি সবাইকে বলে বেরাচ্ছ আমরা বিয়ে করতে চলেছি। তারপরে কেন এরকম করলে তুমি।' মানসিকভাবে ভেঙে পড়েছিলাম ভীষণ। দিনরাত বিছানায় পড়ে পড়ে কাঁদতাম। হ্যালুসিনেট করতাম, আমার সঙ্গে এরকম হতে পারে না! আমি ভাবতাম, আমি কি এতটাই খারাপ! নিজেকে কেমন অযোগ্য মনে হত।’, আরও বলেন বিনীতা।
এরপরই কলকাত ছাড়ার সিদ্ধান্ত নেন বিনীতা। চাকরি নিয়ে চলে যান মুম্বই। ‘অমি না অভিনয় করতে পারতাম না তখন। শুধু মনে হচ্ছিল শহর ছেড়ে পালাতে চাই।’, বলেন পর্দার মেম বউ। এরপর একটি আন্তর্জতিক মিডিয়া হাউজে নিউজ অ্যাঙ্কারের জন্য ইন্টরভিউ দিতে চলে যান মুম্বই। যেদিন কলকাতা শহর ছড়েন বিনীতা, সেদিনই তাঁর বাগদত্তা ঘোরে সাত পাক।
তবে এই নতুন চাকরি থেকেই নিজের মনের মানুষকে খুঁজে পেয়েছেন অভিনেত্রী। ‘সেদিন যেখানে আমার অডিশন হল, যেই নিউজ চ্যানেলে আমার সিলেকশন হল, সেই কোম্পানির সিওও, যে আমার অডিশন নিয়েছিল, সে আজও আমার হাত ধরে আছে।’
গত বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এসেছিলেন বিনীতা। সেখানেই আভাস দিয়েছিলেন নিজের জীবনের নতুন শুরুয়াতের। জানিযেছিলেন ২০২৫ সালের মে মাসে বসবেন বিয়ের পিঁড়িতে। তবে সেবারেও, ভালোবাসার মনুষটির নাম জানাননি অভিনেত্রী।