মৌখিক নিগ্রহও যে একটা মানুষকে ভিতর থেকে ধীরে ধীরে শেষ করে দিতে পারে তা উঠে এসেছিল ‘লজ্জা’ সিরিজে। তবে এবার লজ্জা ২' 'জয়া' লড়াই আরও কঠিন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি হইচইয়ের পকꦓ্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় যে 'লজ্জা ২' আসছে পয়লা বৈশাখের সময়। প্রকাশ্যে এল সিরিজের ট্রেলার।
আরও পড়ুন: ফেডারেশন বনাম꧒ ꦆপরিচালক! আজ হাইকোর্টের দিকে তাকিয়ে বাংলা ফিল্ম ইন্ড্রাস্ট্রি
ট্রেলারে দেখা গিয়েছে 'জয়া'র ঘনিষ্ঠ বন্ধু শৌর্যর মৃত্যু হচ্ছে একটি রিসর্টে। আর সেখানে শৌর্যর সঙ্গে এক ঘরে উপস্থিত ছিল 'জয়া'ও। তাই শৌর্যর সঙ্গে সকলে ‘জয়া’র অবৈধ সম্পর্ক আছে এমন ইঙ্গিত করতে শুরু করে। স্বামীর মৌখিক নিগ্রহের বিরুদ্ধে লড়াইয়ের সময় যে সব কাছের মানুষদের 'জয়া' পাশে পেয়েছিল এই ঘটনায় তারাও দূরে চলে যায়। আরও কোনঠাসা হয়ে পড়ে সে। স্বামী, সংসা💞র, সন্তান সব কিছু হারিয়ে শূন্য হাতেই বিচার ব্যবস্থার দ্বারস্থ হয় 'জয়া'।
আরও পড়ুন: ৬৫ বছর বয়সে না ফেরার দেশে ব্যাটম্যান! কী হয়েছিল ভജ্যাল কিলমারের?
তবে সেখানেও কাঁটা হয়ে দাঁড়ায় মৃত 'শৌর্য'র স্ত্রী 'স্নেহা রায়'। সে পেশায় আইনজীবি। তবে 'শৌর্য'র সঙ্গে জয়ার কোনও সম্পর্ক ছিল এই সন্দেহ করে ‘জয়া’র বরের সঙ্গে 🎀হাত মেলায় ‘স্নেহা’। শুধু ꩵতাই নয় সমাজ তাঁকে দুশ্চরিত্রার তকমা লাগিয়ে দেয়। তবে তাতেও দমে না জয়া, সবার বিরুদ্ধে একাই রুখে দাঁড়ায় সে, কেবল পাশে পায় দাপুটে প্রবীণ অমর্ত্য সেনগুপ্তকে। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে ভুল প্রমাণিত করে নিজের সম্মান কি ফেরাতে পারবে জয়া? নাকি অন্ধকারেই কাটবে জীবন? তা জানতে গেলে অপেক্ষা করতে হবে সিরিজ মুক্তির।
আরও পড়ুন: ফিল্ম ইন্ড্রাস্টিতে সৃজিতের 🍸১৫ বছর! কিলবিলের পরম-কৌশানি তো এলেনই, আর কারা ডাক পেলেন
অদিতি রায় পরিচালিত এই সিরিজে, 'জয়া'-এর চরিত্রে প্রিয়াঙ্কা সরকার তো থাকছেনই। তাছাড়াও সিরিজে 'শৌর্য𓆉'-এর চরিত্রে দেখা যাবে ইন্দ্রাশিস রায়কে। প্রবীণౠ আইনজীবী 'অমর্ত্য সেনগুপ্ত'-এর চরিত্রে দেখা যাবে দীপঙ্কর দেকে। তাছাড়াও 'জয়া'র স্বামীর চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায় থাকছেন। এছাড়াও দাদা ও বউদির চরিত্রে দেখা যাবে ইন্দ্রজিৎ মজুমদার এবং স্নেহা চট্টোপাধ্যায়কে। বিশেষ চরিত্র অর্থাৎ 'শৌর্য'-এর স্ত্রী 'স্নেহা রায়'-এর চরিত্রে দেখা যাবে অনিন্দিতা বসুকে। ১১ এপ্রিল বহুল প্রতীক্ষিত 'লজ্জা' -এর নতুন সিজন 'লজ্জা ২' আসছে হইচইয়ের পর্দায়।