♋ ২০২৪ সালের বাংলা সারেগামাপা এখন প্রায় শেষ পর্যায়। সদ্যই এই রিয়েলিটি শোতে শ্যামল মিত্রের বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়ে গেল। সেখানেই অনীকের বলা কথায় হেসে গড়িয়ে পড়লেন সকলে। এবারের এই খুদে প্রতিযোগী রাবণের সঙ্গে তুলনা টানলেন ইন্দ্রদীপ দাশগুপ্তর। আর কাকে কী বানাল?
কী ঘটেছে সারেগামাপায়?
𝓡শনিবার, ৮ ফেব্রুয়ারি সারেগামাপায় শ্যামল মিত্র স্পেশাল পর্ব সম্প্রচারিত হল। সেখানেই অনীক জানা পুতুল নেবে গো পুতুল গানটি গেয়ে শোনায়। তার গান শেষ হতেই এবারের অন্যতম বিচারক জোজো মুখোপাধ্যায় তাঁকে জিজ্ঞেস করেন এই গানের রাম রাবণ পুতুল হনুমান এরা কারা? তখন সেটার জবাবে অনীক যা বলে সেটা শুনেই হেসে গড়িয়ে পড়েন সবাই।
🍒অনীক এদিন বলে, 'আবির কাকু রাম। ID স্যার (ইন্দ্রদীপ দাশগুপ্ত) রাবণ।' এই কথা শুনে হেসে ওঠেন আবির। হাসতে থাকেন খোদ ইন্দ্রদীপ দাশগুপ্তও। জোজো বলেন, 'টনিক ও হাসছে দেখ।' প্রসঙ্গত টনিক হল অনীকের ভাই, এদিন তাকে দাদার পারফরমেন্সের সময় ইন্দ্রদীপ দাশগুপ্তর কোলেই দেখা যায়। সেও দাদার কথা শুনে খিলখিলিয়ে হেসে ওঠে। জোজো তো হেসে হেসে লুটিয়ে পড়েন।
ཧএরপর অনীক জানায় কৌশিকী চক্রবর্তী হলেন তাঁর গানের সেই পুতুল। আর হনুমান হল এবারের আরেক প্রতিযোগী অতনু। সেটা শুনে আরেকপ্রস্থ হাসির ধুম পড়ে সারেগামাপায়।
কে কী বলছেন?
🐭এদিন এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটপাড়াও হেসে ফেলেছে। এক ব্যক্তি লেখেন, 'কৌশিকী ম্যাম সত্যিই পুতুল।' আরেকজন লেখেন, 'এটাই ভালো বলেছে, ইন্দ্রদীপ দা নাকি রাবণ!'
আরও পড়ুন: 💦বিনা অনুমতিতেই রাস্তার পাশে গিটার বাজিয়ে গান! এড শিরানকে না চিনেই কী ঘটাল চেন্নাই পুলিশ?
সারেগামাপা প্রসঙ্গে
🀅এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই শো। আবির চট্টোপাধ্যায় রয়েছেন সঞ্চালক হিসেবে।