বলিউডের প্রথম সারির নায়িকাদের নাম বলতে বললেই দীপিকা পাড়ুকোন, কাজল, রানি মুখোপাধ্যায়, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া কিংবা ঐশ্বর্য রাই, কিয়ারা আডবানি, কৃতি শ্যানন এঁদের কথা মাথায় আসে প্রথমে। কিন্তু জানেন কি এই অভিনেত্রীদের একজনও নন। বরং এই অভিনেত্রী একমাত্র বলিউড নায়িকা যিনি একটি আস্ত দ্বীপের মালিক। কে বলুন তো?
আরও পড়ুন: অভনীত কাণ্ডের পর ডিনার ডেটে কোহলিরা, বিরাটের উপর রেগে অনুষ্কা? কী প্রমাণ পেল নেটপাড়া?
বলিউডের অভিনেতা হোক বা অভিনেত্রী কম বেশি সকলেই বিলাসবহুল জীবন যাপন করেন। বহু অভিনেতার কাছে প্রাইভেট জেট, দামী দামী বাংলো, ফ্ল্যাট, কিংবা একাধিক বিলাসবহুল গাড়ি আছে। কিন্তু কেবল একজনের কাছে রয়েছে একটি আস্ত দ্বীপ। আর সেই একটা গোটা দ্বীপের মালকিন আর কেউ নন জ্যাকলিন ফার্নান্দেজ।
গত প্রায় দুই দশক ধরে বলিউডে কাজ করছেন জ্যাকলিন। যদিও আদতে তিনি শ্রীলঙ্কান অভিনেত্রী। কিন্তু একমাত্র তিনিই এমন একজন অভিনেত্রী যার একটি নিজের দ্বীপ আছে। শ্রীলঙ্কার দক্ষিণ দিকে একটি চার একর জমি নিয়ে গঠিত দ্বীপের মালকিন হলেন জ্যাকলিন। ২০১২ সালে জ্যাকলিন এই জমিটি কেনেন। রিপোর্ট অনুযায়ী এই দ্বীপ কেনার জন্য অভিনেত্রী ৬০০ হাজার ডলার খরচ করেছেন। অর্থাৎ ৩ কোটি টাকা।
সূত্রের খবর জ্যাকলিন সেই দ্বীপে একটি বিলাসবহুল বাংলো বানাতে চেয়েছিলেন। নয়তো বাণিজ্যিক ভাবে ব্যবহারের জন্য লিজ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। যদিও সেই দ্বীপ কেনার পর তিনি সেটা নিয়ে ঠিক কী করেছিলেন সেই বিষয়ে কোনও সঠিক তথ্য পাওয়া যায় না। কেবল এটুকুই জানা যায় জ্যাকলিন ফার্নান্দেজ এখনও সেই দ্বীপের মালকিন।
আরও পড়ুন: 'অনেক কিছু সহ্য করেছি...', গর্ভাবস্থায় জটিলতা ছিল! কী কী কম্পলিকেশন ছিল দীপিকার?
জ্যাকলিনের বলিউডের কেরিয়ার
মডেল হিসেবে পথ চলা শুরু করেছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ। এরপর বলিউডে অভিনেত্রী হিসেবে অভিষেক হয় তাঁর। ২০০৯ সালে আলাদিন ছবির হাত ধরে ডেবিউ করেন জ্যাকলিন ফার্নান্দেজ। এরপর মার্ডার ২ ছবিতে নজর কাড়েন অভিনেত্রী। কাজ করেন হাউজফুল ২ ছবি সহ একাধিক ছবিতে। আগামীতে তাঁকে হাউজফুল ৫ সহ ওয়েলকাম টু জঙ্গল ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে।