আরজি কর কাণ্ড নিয়ে আবারও সরব হলেন টোটা রায়চৌধুরী। একই সঙ্গে জানিয়ে দিলেন তিনি কেন এদিন টলিউডের প্রতিবাদ মিছিলে✅🥂 যোগ দেন। কেন গরহাজির থেকেছেন।
কী জানিয়েছেন টোটা রায়চৌধুরী?
টোটা রায়চৌধুরী এদিন তবে ফেসবুক পোস্টে স্পষ্ট করে জানিয়ে দেন কেন টলিউডের ডাকা প্রতিবাদ মিছিলে এদিন তাঁকে দেখা যায়নি। সেই প্রসঙ্গে অভিনেতা লেখেন, 'উত্তর-পূর্ব কলকাতায় থাকার দরুন ১৪৪-এর (অধুনা, ১৬৩) জ্যামে আটকে পড়ে যখন বুঝলাম যে কোনভাবেই আর সময়মত টালিগঞ্জে সতীর্থদের মিছিলে পৌঁছতে পারবো না তখন কোনক্রমে গাড়ি ঘুরিয়ে বাড়ি ফিরে এসে টিভি'তে খবরের চ্যানেল চালিয়ে বসতে গিয়ে স্থানুবৎ হয়ে গেলাম।' এরপর তিনি রবিবার শহরের বুকে ঘটে যাওয়া এক অনবদ্য ঘটনার প্রশংসা করেন। কোন ঘটনা? বিভেদ, শত্রুতা ভুলে মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান ক্লাবের সমর্থকরা যৌথ ভাবে রাজ্য সরকার এবং পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ জানায়ﷺ আরজি কর কাণ্ডের জন্য।
সেই প্রসঙ্গে টোটা এদিন লেখেন, 'পর্দায় তখন ভেসে উঠেছে এক বিরলতম দৃশ্য। পাশাপাশি সাদা কালো, সবুজ মেরুন ও লাল হলুদ পতাকা একসঙ্গে আন্দোলিত হচ্ছে আর সামনে একদল যুবক যুবতী ভারতবর্ষের পতাকা বুকে ধরে জাতীয় সঙ্গীত গাইছে। গত তিন দশকে এতো কিছু দেখে নিয়েছি যে আজকাল বুকে আগুন জ্বললেও চোখে জল আসে 🅰না। আজ এলো। ইতিহাসের সাক্ষী হয়ে। তিন প্রধানের এই সম্মি🉐লিত আবেগ মনে হয় না গত একশো বছরে কেউ প্রত্যক্ষ করেছেন। বোন তিলোত্তমা, তুমি যে কতজনকে নাড়িয়ে গেলে, কতজনকে জাগিয়ে গেলে, কতজনকে মিলিয়ে গেলে; সেটা তুমি কল্পনাও করতে পারবে না। তোমার আত্মার শান্তি কামনা করি। কিন্তু কোটি কোটি বাঙালী শান্ত হবে না যতদিন না তুমি সুবিচার পাবে।'
অনেকেই তাঁর এই পোস্ট দেখে তাঁর প্রশংসা করেছেন মিছিলে না যোগ দেওয়ার জন্য। এক ব্যক্তি লেখেন, 'ভালো করেছেন। আপনার সতীর্থদের নাটুকে মিছিলে না গিয়ে আসল মানুষের ইতিহাস তৈরি দেখেছেন। ভুল করে হোক, পৌঁছতে না পেরে হোক, আজ কিছুটা পূণ্য সঞ্চয় করে নিয়েছেন। কারণ যারা আজ ইতিহাস গড়লো, তারা স্বতঃস্ফূর্ত, তারাই আসল। তাদের কারো মন জুগিয🍌়ে স্ক্রিপ্ট করে পারফর্ম করতে হয় না। বাঙাল ঘটি একই স্বর– জাস্টিস ফর আরজি কর।' আরে𓂃কজন লেখেন, 'শেষের কথা টুকু সত্যি হোক, এটাই আমরা মেয়েরা চাই।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'সোস্যাল মিডিয়ায় সরব থাকুন। পশ্চিমবঙ্গের কন্যা সন্তানের মায়েদের জন্য।'
টলিউডের মিছিল আরজি করের জন্য
প্রসঙ্গত🀅 গত রবিবার ১৮ অগস্ট টলিউডের সমস্ত তারকারা পথে নেমেছিলেন আরজি করের নির্যাতিতার হয়ে বিচার চেয়ে। তাঁরা টেকনিশিয়ান স্টুডিওতে জড়ো হয়ে পৌঁছে যান আরজি করের কাছাকাছি। সেখানেই তা𒁏ঁরা দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি তোলেন। সেই মিছিলে রাজ চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, কমলেশ্বর মুখোপাধ্যায়, কৌশিক সেন প্রমুখকে পা মেলাতে দেখা যায়।