ক্রিকেটার ঋষভ পন্তের প্রেমে ফের হাবুডুবু খাচ্ছেন ঊর্বশী রাওতেলা? অভিনেত্রীর কাজকর্ম তো অন্তত তেমনটাই বলছে। দুর্ঘটনার পর দীর্ঘ অসুস্থতা, মাঝে হাঁট𝓰াচলার শক্তিও হারিয়েছিলেন ঋষভ পন্ত। দীর্ঘদিন পর সুস্থ হয়ে IPL-র ময়দানে ফিরেছেন পন্ত। তব♔ে তাঁর জন্য ঊর্বশী যা করলেন, তা শুনে অনেকেরই চোখ কপালে উঠছে।
কিন্তু ঋষভ পন্তের জন্য কী এমন করেছেন ঊর্বশী?
জানা যাচ্ছে, ঋষভের জন্য নাকি ব্রত রেখেছিলেন ঊর্বশী রাউতেলা। ঋষভ সুস্থ হয়ে মাঠে ফিরতেই এই তীব্র গরমের মধ্যে খালি পায়ে ৪৬ কিলোমিটার হেঁটে তারা বাবা কুটিয়া দর্শনে গিয়েছিলেন ঊর্বশী। হরিয়ানার সিরসায় রয়েছে 'তারা বাবা কুটিয়া' মন্দির। যেটা কিনা দিল্লি থেকে ২০ কিলোমিটার ও ফরিদাবাদ শহর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত। বহু তীর্থযাত্রীই তারা বাবা কুটিয়া দর্শনে যান। এই তীর্থস্থানের ♏মূল আকর্ষণ বিশাল শিবমূর্তি। সেই মূর্তিই তারা বাবা নামে পরিচিত। আর এবার সেখানেই গেলেন ঊর্বশী।
তবে ঋষভের জন্যই ঊর্বশী এই শিব মন্দিরে গিয়েছিলেন কিনা তা স্পষ্ট নয়। এবিষয়ে তিনি ♓নিজে কোনও মন্তব্য করেননি। তবে জাতীয় সংবাদমাধ্যমের দাবি, 𝓰ঋষভ পন্থের জন্য প্রার্থনা করতেই ঊর্বশী তারা বাবা কুটিয়ায় পুজো দিতে গিয়েছিলেন।