আমেরিকার ওহাইওতে এবার ত্রাস ছড়াচ্ছে রহস্যজনক নিউমোনিয়া। সম্প্রতি সেই দেশের বেশ কয়েকজন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। চিনের🎀 পর আমেরিকার প্রথম এই রাজ্যেই খবর মিলল সংক্রমণের। ওয়ারেন কাউন্টির স্বাস্থ্য আধিকারিকদের কথায়, গত অগস্ট মাস থেকেই অজানা রোগটি ছড়াতে শুরু করেছে। গত চার মাসে ১৪২ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছেন।ꦰ স্থানীয় স্বাস্থ্য প্রশাসন জানাচ্ছেন, রোগটির নাম ‘হোয়াইট লাং সিনড্রোম’।
চিনের পর আমেরিকাতে রোগটির প্রাদুর্ভাব রীতিমতো চিন্তায় ফেলে🔯ছে রাজ্য প্রশাসনকে। ওই কাউন্টির গড়মানকে ছাপিয়ে গিয়েছে রোগে আক্রান্তের সংখ্যা। অন্যদিকে, ওহাইও ডিপার্টমেন্ট অব হেলথের সংজ্ঞা অনুযায়ী রোগটিকে গুরুতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
(আরও পড়ুন: শুধুই পেট সাফ নয়, কোলেস্টেরলও কমায়! ইসবগুলের ৫ গুণ জা⭕নলে রোজ🌸 এমনিই খাবেন)
প্রাথমিকভাবে স্থানীয় প্রশাসনের মধ্যে আশঙ্কা তৈরিౠ হয়েছে চিনের হাসপাতালের সাম্প্রতিক অবস্থা নিয়ে। ওহাইও-র অবস্থাকে সংক্রমণের ফলাফল বলেই মনে করছেন অনেকে। ভারতের প্রতিবেশি দেশে চিন ইতিমধ্যেই বেশ কয়েকবার খবরের শিরোনামে এসেছে অজানা নিউমোনিয়ার জন্য।শুধু তাই নয়, রোগের প্রকৃতি চিন্তায় ফেলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। হু এই নিয়ে চিনকে সতর্ক করেছে। একইসঙ্গে রোগটি নিয়ে নিয়মমাফিক রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে।
এরই মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও-তে রোগের প্রাদুর্ভাব নতুন করে আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, কিছুই অস্বাভাবিক নয়। অর্থাৎ রোগের সংক্রমণ হতেই পারে বলে অনুমান সিডিসি-এরও। তবে এই রোগের প্যাথোজেন সম্পূর্ণ নতুনরকমে🍨র কোনও ভাইরাস বা ব্য়াকটেরিয়া নয় বলেই জানাচ্ছে প্রশাসন।
(আরও পড়ুন: জিনগত রোগও চোখ রাঙাবে না আর! সুস্থ শিশুর জন্ম দিতে নতুꦐন রাস্তা দেখাচ্ছে বিজ্ঞান)
হোয়াইট লাং সিনড্রোম কী?
এই রোগ ফুসফুসের। বুকের এক্স রে করলে দেখা 𝕴যাবে সাদা সাদা দাগ দেখা দিচ্ছে প্লেটের উপর। তাই ꩲরোগটির নাম হোয়াইট লাং সিনড্রোম। ফুসফুসের অ্যালভিওলার রোগের কারণে এই সিনড্রোম হতে পারে। আবার সিলিকোসিস হলেও সিনড্রোমটি হতে পারে। শিশুদের মধ্যে গুরুতর ভাইরাসবা ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে এই রোগ দেখা দিতে পারে।