পঞ্চম এবং ষষ্ঠ বেতন স্কেলের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করল উত্তরপ্রদেশের যোগী সরকার। ১ জুলাই থেকে এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী, নভেম্বর থেকে বর্ধিত হারে ডিএ নগদে পাবেন সরকারি কর্মীরা। আর জুলাই থেকে অক্টোবরের বকেয়া ডিএ জমা হবে কর্মচারী ভবিষ্য তহবিলে। উত্তরপ্রদেশের অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব দীপক কুমার বর্ধিত হারে মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ জারি করেছেন। (আরও পড়ুন: ভারতে প্রথম বুলেট ট্রেন তৈরি🅠 করা সংস্থার হাত ধরেই লক্ষ্মীলাভ হবে বাংলার?)
আরও পড়ুন: কেমন দেখতে হতে পারে টিটাগড়ে তৈরি বন্দে ভারত স্লিপার ট্রেন? 🥀ভাইরাল ছবি
নির্দেশিকা অনুযায়ী, যে সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন স্কেলের অধীনে আছেন, তাঁরা এবার থেকে ৪৫৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। এর আগে তাঁরা ৪৪৩ শতাংশ হারে ডিএ পেতেন। অর্থাৎ, ১২ শতাংশ হারে তাঁদের ডিএ বৃদ্ধি করা হয়েছে। এদিকে বিজ্ঞপ্তি অনুযায়ী, ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পাওয়া রাজ্য সরকারি কর্মীরা এবার থেকে ২৪৬ শতাংশ হারে ডিএ পাবেন। এর আগে তাঁরা ২৩৯ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। অর্থাৎ, এই দফায় ৭ শতাংশ হারে ডিএ বাড়ল এই রাজ্য সরকারি কর্মীদের। এদিকে এই ডিএ বৃদ্ধি জুলাই থেকে কার্যকর হলেও আগের মাসের বকেয়া ডিএ গদে হাতে পাবেন না সরকারি কর্মীরা। (আরও পড়ুন: তীব্র গতির বলি TMC বিধায়কের 🃏গাড়ি? ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত ২, হাসপাতালে আরও ৩)
আরও পড়ুন: মণিপুরে মিলল ৩ মহিলা ও ৩ শিশুর দেহ! CM বীরেন, ৩ মন্ত্রী, ৬ MLA-র 💟বাড়িতে হামলা
এদিকে সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হয়েছিল, যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনে অধীনে বেতন পান, তাঁদের ডিএ ৭ শতাংশ বাড়িয়ে ২৪৬ শতাংশ করা হয়েছে। এদিকে কেন্দ্রের অধীনে কর্মরত যে সকল কর্মচারীরা এখনও পঞ্চম বেতন কমিশনের অধীনে বেতন পান, তাঁদের ডিএ একলাফে ১২ শতাংশ বাড়িয়ে ৪৫৫ শতাংশ করা হয়েছে। উত্তরপ্রদেশেও পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের কর্মীদের সেই হারেই ডিএ বৃদ্ধি করা হল। আর বাংলায় বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা। আর পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ আদায় করতে আদালতে মামলা লড়ছেন সরকারি কর্মীরা। (আরও পড়ুন: ব্রাজিলে মোদীর বিশাল কাটআউট জলে ডুবিয়ে প্রতিবাদ আদিবাসীদের🐽, তবে কেন এই কাণ্ড?)
আরও পড়ুন: 'বেলডাঙায় বাংলাদেশের কায়দায় হিন্দু নিধন চলছে', মমতাকে তোপ দেগে বিস🍃্ফোরক সুকান্ত
এদিকে কালীপুজোর আগেই ডিএ বেড়েছিল সপ্তম বেতন কমিশনের 🅘অধীনে বেতন পাওয়া কেন্দ্রী কর্মীদেরও। তাতে জানানো হয়, ২০২৪ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভগীদের ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি করা হয়েছে তিন শতাংশ হারে। এই আবহে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে ৫৩ শতাংশ হয়েছে। এর আগে ডিএ ৫০ শতাংশের গণ্ডি ছোঁয়ার পরই এক লাফে টিএ, এইচআরএ সহ একা🥀ধিক ভাতা বৃদ্ধি পেয়েছিল।