महू, एएनआई : অপারেশন সিঁদুরের উল্লেখ করে মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করতে চেয়েছিলেন মধ্যপ্রদেশের আদিবাসী কল্যাণ মন্ত্রী কুমার বিজয় শাহ। আর সেটা করতে গিয়েই এমন মন্তব্য করে বসলেন তিনি, যে তৈরি হল নতুন বিতর্ক। এবং পরে তাঁকে তার ব্যাখ্যাও দিতে হল!
আজ (মঙ্গলবার - ১৩ মে, ২০২৫) মনপুর শহরে আয়োজিত সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মন্ত্রীমশাই বলেন, যারা পাকিস্তানে বসে গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা চালিয়েছিল, তাদের জবাব দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'সেই একই সম্প্রদায়ের' এক বোনকে পাঠিয়েছিলেন!
তিনি বলেন, 'মোদীজি সমাজের জন্য লড়াই করছেন। যারা আমাদের মেয়েদের বিধবা করেছিল, আমরা তাদের শিক্ষা দেওয়ার জন্য তাদের মধ্যে থেকেই এক বোনকে পাঠিয়েছিলাম!... '
তাঁর এই মন্তব্য থেকে ধরে নেওয় হয়, এখানে তিনি আসলে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে উল্লেখ করেছেন, যিনি বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং বায়ু সেনার উইং কমান্ডার ব্যোমিকা সিংয়ের সঙ্গে একই মঞ্চ থেকে অপারেশন সিঁদুর সম্পর্কে নিয়মিত আপডেট দিয়েছেন এবং যাঁকে নিয়ে সমগ্র ভারতবাসীকে গর্বপ্রকাশ করতে দেখা গিয়েছে।
পহেলগাঁও হামলার সময় জঙ্গিদের বিরুদ্ধে সেখানে উপস্থিত পুরুষ পর্যটকদের গোপনাঙ্গ পর্যন্ত পরীক্ষা করে দেখার অভিযোগ উঠেছিল। সেই ঘটনা উল্লেখ করে এদিন মধ্যপ্রদেশের আদিবাসী কল্যাণ মন্ত্রী বলেন, 'এখন মোদীজি তো আর একই কাজ করতে পারবেন না। তাই তিনি তাদেরই সমাজের এক বোনকে পাঠিয়েছিলেন। যাতে (বোঝা যায়) তোমরা যদি আমাদের বোনেদের বিধবা করো, (তাহলে) তোমাদেরই এক বোন আসবে তোমাদের পোশাক খুলে নিতে।...'
মন্ত্রী মশাইয়ের এহেন মন্তব্য জানাজানি হতেই জনমানসে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বেগতিক বুঝে নিজের মন্তব্যের ব্যাখ্যা করেন কুমার বিজয় শাহ। তিনি জানান, আসলে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। যেটা ভাবা হচ্ছে, তিনি মোটেও তেমনটা কিছু বলতে চাননি।
তিনি বলেন, ওঁরা (কর্নেল সোফিয়া কুরেশিরা) আসলে আমাদেরই বোন। এবং ওঁরাও ভারতের সশস্ত্রবাহিনীর সঙ্গে একত্রে বীর বিক্রমে সংগ্রাম করেছেন এবং সন্ত্রাসবাদী হামলার ভয়ঙ্কর প্রতিশোধ নিয়েছেন।