সদ্য চিন সফরে রয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। হাসিনা পরবর্তী আমলে তিনি মসনদে বসার পর এইটিই তাঁর প্রথম বিদেশ সফর। শুক্রবার ছিল, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধান উপদেষ্🎶টা মহম্মদ ইউনুসের মধ্যে বৈঠক। এছাড়াও বেইজিংয়♐ের ‘দ্য প্রেসিডেনশিয়াল’-এ চিনের ব্যবসায়ীদের বৈঠকে যোগ দেন মহম্মদ ইউনুস। এদিকে, ইউনুসের এই সফরে বেজিং-ঢাকা মোট ৯টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর।
চিনা শিল্পপতিদের কাছে মহম্মদ ইউনুসের আবেদন:-
চিনের বিনিয়োগকারীদের উদ্দেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেন,'আপনারা (চিনের বিনিয়োগকারীরা) বাংলাদেশে ব্যবসার সম্ভাবনার সুবিধা গ্রহণ করতে পারেন।' চিনের তাবড় শিল্পপতিদের সঙ্গে বেইজিংয়ের ‘দ্য প্রেসিডেনশিয়াল’-এ এদিন বৈঠক করেন ইউনুস। সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেন, চিনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক উৎপাদনকারী দেশ বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশের ভৌগলিক অবস্থানের গুরুত্ব সম্পর্কে অবহিত করেন মহম্মদ ইউনুস। তিনি বলেনস,বাংলাদ❀েশ এমন একটি চমৎকার ভৌগোলিক অবস্থানে রয়েছে, যেখানে গঙ্গা, ব্রহ্মপুত্রসহ বড় বড় নদীগুলো প্রবাহিত হয়েছে। উল্লেখযোগ্যভাবে তিনি সেখানে উল্লেখ করেন, বাংলা💎দেশ। নেপাল ও ভুটান স্থলবেষ্টিত দেশ, যাদের কোনো সমুদ্র নেই। ভারতের সাতটি উত্তর-পূর্ব রাজ্যও স্থলবেষ্টিত। সেই সূত্র ধরে তিনি বাণিজ্যিক বৃদ্ধিতে জোর দিতে এই দেশের মধ্যে সংযোগ স্থাপনের ওপর জোর দেন তাঁর ভাষণে।
ঢাকা-বেইজিং চুক্তি:-
শেখ হাসিনা পরবর্তী সময়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সখ্যতা দৃষ্টান্তমূলকভাবে বেড়েছে। এদিকে, তারই মাঝে বাংলাদেশের প্রধান উপদেষ্টার চিন সফর ও বেইজিং-ঢাকা সম্পর্কের দিকেও নজর রয়েছে দিল্লির। এই পরিস্থিতিতে বাংলাদেশ ও চিনের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মার🌊ক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান-প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা। এছাড়াও ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ৫ সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে বিনিয়োগ আলোচনা শুরু করা, চিনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপিꦦ ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান।