সুতীর্থ পত্রনবীশভারত মহাসাগরকে কেন্দ্র করে যে ফোরাম সেখানে অন্তত ১৯টি দেশকে দক্ষিণ এশিয়া থেকে জড়ো করেছে চিন। তবে সেখানে নেই ভারত। গত ২১ নভেম্বর ইন্দোনেশিয়া, ইরান, মায়ানমার, অস্ট্রেলিয়া, আফ্রিকার আটটি দেশ, কেনিয়া, তানজানিয়ার মতো দেশের কূটনীতিবিদরা অংশ নিয়েছিলেন ইন্ডিয়ান ওশান রিজিয়ন ফোরাম অন ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওই মিটিং কুনমিংয়ে অনুষ্ঠিত হয়েছে।ওয়াকিবহাল মহলের মতে, ভারতকে সেই টেবিলে ডাকা হয়নি। চিন সরকারের এজেন্সি চায়না ইন্টারন্য়াশানাল ডেভেলপমেন্ট কর্পোরেশন এজেন্সি এই অনুষ্ঠানের আয়োজক। এখানকার মাথায় রয়েছেন চিনের প্রাক্তন উপবিদেশমন্ত্রী ও ভারতে থাকা চিনের রাষ্ট্রদূত।এদিকে সূত্রের খবর সুযোগ বুঝে চিন এই ফোরামের মাধমে চিন, ভারত মহাসাগরে তার প্রভাব বাড়াতে সবরকম উদ্যোগ নেয়। জলভাগে দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে যৌথ ব্যবস্থা চালুর ব্যাপারে কথাবার্তা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, চিন প্রয়োজনে দেশগুলিকে প্রয়োজনীয় আর্থিক, বস্তুগত ও কারিগরী সহায়তা দিয়ে প্রস্তুত।পাশাপাশি ব্লু ইকোনমিক থিঙ্ক ট্যাঙ্ক তৈরির ব্যাপারেও মতামত দিয়েছে চিন। ইন্ডিয়ান ওশ্য়ান রিজিয়নের দেশগুলির মধ্যে সমণ্বয় রেখেই এই কাজ হবে বলে খবর।কোভিড মোকাবিলা, আবহাওয়ার পরিবর্তন, জলভাগে দুষণ রোধ সহ নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।