বৃহস্পতিবার রাতভর দেশের একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানোর চেষ্টা করে পাক সেনা। তবে তাদের সেই ‘নাপাক’ উদ্দেশ্য ফের ব্যর্থ করেছে ভারতীয় সেনা। প্রতিরক্ষা সূত্রের খবর, প্রায় ৫০টি পাকিস্তানি ড্রোন নিষ্ক্রিয় করেছে ভারত। ভারতীয় সেনাবাহিনী যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে তাতে হতবাক হয়ে গিয়েছে পাকিস্তান। দু’দেশের মধ্যে সংঘাতের পরিস্থিতিতে ফের অমৃতসরে বেজে চলেছে সাইরেন। হামলার আশঙ্কায় বাসিন্দাদের ঘরের ভিতরে থাকার পরামর্শ দিল জেলা প্রশাসন। (আরও পড়ুন: '…আরও কঠোর শাস্তি দেব', ব্রিটেনে বসে পাকিস্তানকে শাসানি ভারতীয় হাইকমিশনারের)
আরও পড়ুন: ‘পাকিস্তান শান্তি চায়..’, বলেই গালভরা হুমকির বন্যা পাক সেনাপ্রধান আসিম মুনিরের!
সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, জেলা জনসংযোগ কর্মকর্তা (ডিপিআরও) বাসিন্দাদের ঘরের ভিতরে থাকতে বলেছেন। রাতের বেলায় আলো বন্ধ রাখার এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পর্দা টাঙানোর পরামর্শ জারি করেছেন। একইসঙ্গে তিনি নাগরিকদের আশ্বস্ত করেছেন ভয় পাওয়ার কোনও কারণ নেই। (আরও পড়ুন: যারা বসিয়েছিল গদিতে, সেই হাসনাতরাই এবার ঘিরে ধরল ইউনুসের বাসভবন)
প্রতিবেদন অনুযায়ী, ডিপিআরও ঘোষণা করেছেন, ‘আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সাইরেন বাজবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আমরা আপনাদের তা জানিয়ে দেব।’ একইসঙ্গে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন তিনি। নাগরিকদের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। ডিপিআরও আরও বলেন, ’আমাদের সশস্ত্র বাহিনী কাজ করছে। আমাদের ঘরে বসে তাঁদের সমর্থন করা উচিত। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।’ জানা গিয়েছে, ভারত পাক সীমান্তে উত্তেজনা বৃদ্ধির পরেই এই সতর্কতা জারি করা হয়েছে। (আরও পড়ুন: পাক ড্রোন হামলা কীভাবে আটকাল ভারতীয় সেনা? রাতের ঘটনা নিয়ে সকালে মুখ খুলল বাহিনী)
আরও পড়ুন: বালোচিস্তানের 'স্বাধীনতা ঘোষণা' পাকিস্তানের দুর্দশার দিনে, দিল্লির কাছে এল আবেদন
উল্লেখ্য, গতরাতে সীমান্তে একাধিক জায়গায় হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনী তার মোক্ষম জবাব দিয়েছে। জম্মু ও কাশ্মীরের নওশেরা সেক্টরে দুটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামিয়েছে সেনা। এছাড়াও, পাকিস্তান জম্মু, পাঠানকোট এবং উধমপুরে আন্তর্জাতিক সীমান্তের কাছে ভারতীয় সামরিক ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করেছে। তবে সেই হামলা ব্যর্থ করেছে ভারতীয় সেনা। ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের তরফে জানানো হয়েছে, ভারতীয় সশস্ত্র বাহিনী দ্রুত এবং কার্যকরভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। এক্স পোস্টে প্রতিরক্ষা সংস্থার জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি জম্মু, পাঠানকোট এবং উধমপুরের সামরিক ঘাঁটিগুলিকে পাকিস্তান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালানোর চেষ্টা করেছে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সবগুলি ব্যর্থ করেছে সেনা। সূত্রের খবর, পাকিস্তানের আটটি মিসাইল আটকে দিয়েছে ভারতের এস-৪০০ সিস্টেম।