সামনেই ঝাড়খণ্ড বিধানসভা ভোটের দ্বিতীয় পর্ব। তার আগে, ঝাড়খণ্ডের গোড্ডায় কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর হেলিকপ্টারের উড়ান থমকে গেল এটিসির থেকে ছাড়পত্র না মেলায়। উল্লেখ্য, এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসির তরফে এদিন 'টেক অফ' করার ছাড়পত্র পায়নি রাহুলে🅘র হেলিকপ্টার। ফলে তার উত্তরণ থমকে যায়।
রাহুলের হেলিকপ্টারের উত্তরণ থমকে যাওয়ার ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা বলে দাবি 🐭করছে কংগ্রেস। তাদের দাবি, যাতে রাহুল গান্ধীর প্রচার পর্বে বিঘ্ন ঘটে যায়, তারই চেষ্টায় এমন উদ্যোগ। জানা গিয়েছে, রাহুল গান্ধীর হেলিকপ্টার ওড়ার জন্য এটিসির অনুমোদন ৪৫ মিনিট ধরে মেলেনি। ফলে সেখানেই থমকে যায় তাঁর হেলিকপ্টার। রাহুলকে দেখা যায়, হেলিকপ্টারে বসেই একাধিক ফোন কল করতে। তবে গোটা বিষয়টি নিয়ে ঝাড়খণ্ডের রাজনীতিতে ব𓆉েশ কিছুটা চাঞ্চল্য ছড়িয়েছে।
( ঝাড়খণ্ডের ২য় দফার ভোটে সবচেয়ে ধনী প্রার্থী ৪০০রও বেশ♍ি কোটির মালিক,♏ সম্পত্তির অঙ্ক ‘শূন্য’ JPPর ইলিয়ন হাঁসদার)
(Slogan: মহারꦅাষ্ট্রে প্রচারে যোগীর ‘বাটেঙ✤্গে তো কাটেঙ্গে’ স্লোগানের ‘পক্ষে নন’ বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক)
( Kartik Purnima 2024: কার্তিক পূর্ণিমা ২০২৪ তিথি আর কতক্ষণ থাকবে?🌜 বিরল শুভ যোগে লাকি তুলা সহ বহু রাশি)
( Surya Gochar in Brishchik: বৃশ্𝓰চিকে যাচ্ছেন সূর্য! ১৬ নভেম্বর থেকে সুসময় শুরু বৃষ সহ বহু রাশির)
উল্লেখ্য, সামনেই ঝাড়খণ্ডে দ্বি🌸তীয় দফার ভোটপর্ব রয়েছে। ২০ নভেম্বর ঝাড়খণ্ডে দ্বিতীয় ও শেষ দফার ভোটপর্ব। তার আগে, এদিন জোর কদমে ঝাড়খণ্ডে চলছে ভোটপর্বের প্রচার। বহু কংগ্রেস কর্মীই মোদীর চাকাইয়ের সভার দিকে আঙুল তুলছেন। তাঁদের, দাবি, ঝাড়খণ্ডের গোড্ডা থেকে ১৫০ কিলোমিটার দূরেই রয়েছে আজ নরেন্দ্র মোদীর সভা। সেই সভাকে বেশি গুরুত্ব দিতেই এটিসি রাহলের হেলিকপ্টারকে উত্তরণের অনুমতি দেয়নি। কংগ্রেসের বিধায়ক দীপিকা পান্ডে সিং বলেন,' প্রধানমন্ত্ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚরী দেওগড়ে থাকায় রাহুল গান্ধীকে ওই এলাকা অতিক্রম করতে দেওয়া হয়নি...প্রটোকল আছে যা আমরা বুঝি কিন্তু কংগ্রেস ৭০ বছর ধরে দেশ শাসন করেছে এবং কোনো বিরোধী নেতার সঙ্গে এমন ঘটনা ঘটেনি। এটা গ্রহণযোগ্য নয়।'
এই ঘটনার আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হেলিকপ্টার টেক অফ নিয়েও এটিসির তরফে এমনভাবেই ছাড়পত্র আসতে দেরি হয়। তখনই সোরেন দাবি করেন বিষয়টিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপের। এরপরই রাহুল গান্ধীর হেলিকপ্টার ইস্যু ঘিরে চཧড়ছে রাজনীতির পারদ।