জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ৪ জঙ্গির খোঁজে নেমেছিলꦆ সেনা সহ নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিဣনীর এই অভিযানে শুরু হয় দুই পক্ষের গুলির লড়াই। জঙ্গিদের গুলিতে শহিদ হন ক্যাপ্টেন দীপক সিং। জানা গিয়েছে, এক নাগরিকও গুলিতে আহত হয়েছেন।
কাশ্মীরের ডোডার জঙ্গল ঘেরা এলাকায় বাহিনীর সঙ্গে জঙ্গিদ🍰ের গুলির লড়াই চলে। ডোডা জেলার আসার এলাকায় ৪ জন জঙ্গির একটি গোষ্ঠী ছিল বলে খবর পায় সেনা। সূত্রের খবর, শিবগড়-আসর বলয়ে ওই ৪ জঙ্গি গা ঢাকা দিয়েছিল বলে খবর। তারপর সেনা কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন শুরু করে। ঘটনাস্থলে পৌঁছতেই জঙ্গিদের গুলি বর্ষণ শুরু হয়। পাল্টা গুলি করে সেনাও। এদিকে, ঘটনাস্থল থেকে আমেরিকায় তৈরি এম ৪ অ্যাসল্ট রাইফেল উদ্ধার হয়। এছাড়াও রক্তাক্ত পোশাক উদ্ধার হয়। যাতে বিভিন্ন রকমের সামগ্রী, থাকা খাওয়ার সরঞ্জাম রয়েছে। এদিকে, স্বাধীনতা দিবসের আগের দিন এই জঙ্গিদের সঙ্গে লড়াইতে শহিদ হলেন ভারতের এক বীর যোদ্ধা। সেনার তরফে জাননো হয়েছে, অপারেশন আসার-এ ক্যাপ্টেন দীপক সিং শহিদ হয়েছেন।
( SMCH Advisory: মহিলদের রাতে ‘একা ঘোরাফেরা’ এড়িয়ে চলার ‘অ্যাডভꦫাইসারি’ দিয়েছিল অসমের মেডিক্যাল কলেজ! শেষে চাপে পড🌞়ে…)