তেলাঙ্গানায় ভয়াবহ বি⛦পর্যয়। ভেঙে পড়েছে টানেলের একাংশ। তা🥂র মধ্য়ে আটকে রয়েছেন ২ ইঞ্জিনিয়ার সহ আটজন। এদিকে তাঁদের উদ্ধার করার জন্য সররকম চেষ্টা করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। উদ্ধারকাজ কতটা এগিয়েছে? আটকে পড়েছেন যারা তাঁদের সঙ্গে কি যোগাযোগ করা সম্ভব হয়েছে?
এএনআই সূত্রে খবর, এনডিআরএফের ডেপুটি কমান্ডার জানিয়েছেন, গতকাল রাত ১০টা নাগাদ আমরা টানেলের ভেতর গিয়েছিলাম। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে আমরা গিয়েছিলাম ভেতরে। টানেলের ভেতরে ১৩ কিমির মধ্য়ে ১১ কিমি পথ আমরা লোকোমোটিভে গিয়েছিলাম। বাকি ২ কিমি আমরা কনভেয়ার বেল্টের উপর হেঁটে গিয়েছিলাম। যখন আমরা টানেল বোরিং বেল্টের একেবারে শেষ প্রান্তে যাই, আমরা আটকে পড়া কর্মীদের নাম ধরে ডাকতে থাকি। মূলত তাঁদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা চেষ্টা চালাই। কিন্তু আমরা কিছুই খুঁজে পাইনি। প্রায় ২০০ মিটার এলাকায় পুরো ভেঙে পড়া জিনিসপত্রে ভর্তি। সেই জিনিসপত্র পরিস্কার করতে না পারলে আমরা ওই টানেলের মধ্য়ে যাঁরা আটকে পড়েছেন তাঁদের কাছ পর্যন্ত পৌঁছতে পারব না। তাঁদেরকে উদ্ধার করতে পারব না। ১১-১৩ কিমি এলাকার মধ্য়ে পুরো জলে ভর্তি রয়েছে। যতক্ষণ না সেই জল সরানো হচ্ছে সেই ভেঙে পড়া স্তুপগুলি সরানো যাবে না। গতকা💯ল সন্ধ্যা ৭টা নাগাদ আমাদের প্রথম টিম গিয়েছিল। যারা আটকে পড়েছিল তাদের উদ্ধার করার জন্য গিয়েছিল। প্রথমে আমাদের জল বের করতে হবে। এরপর ভেঙে যাওয়া যে স্তুপ রয়েছে সেগুলি সরাতে হবে। এরপরই যারা আটকে পড়েছেন তাঁদের প্রকৃত অবস্থান সম্পর্কে জানা যাবে।
তিনি জানিয়েছেন, এই যে লোকোমোটিভ দেখছেন টানেলের গেট থেকে প্রায় সাড়ে ১৩ কিমি আমরা কভার করেছি। ১১ কিমি আমরা লোকোমোট𒊎িভে গিয়েছি। বাকিটা ২ কিমি কনভেয়ার বেল্টের মাধ্য়মে পায়ে হেঁটে গিয়েছি। টানেল বোরিং মেশিনের একেবারে শেষ প্রান্তে গিয়েছিলাম। এরপর আমরা আটকে পড়াদের নাম ধরে ডাকলাম। তাদের খোঁজ করার চেষ্টা করছিꦦলাম। কিন্তু কোনও সাড়া পেলাম না। কারণ ২০০ মিটার পুরো ভেঙে পড়ার জিনিসপত্র( Debris) এ ভর্তি।
তেলাঙ্গানার শ্রীসাইলাম লেফট ব্যাঙ্ক ক্যানাল টানেলের একাংশ আচমকাই ভেঙে পড🅰়েছে। তার ভেতর আটকে পড়েছেন অন্তত ৮জন। এমনট🍎াই মনে করা হচ্ছে। তাঁদের উদ্ধারে নেমেছে এনডিআরএফ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্য়েই তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে গোটা বিষয়টি নিয়ে কথা বলেছেন।