শনিবার (২৭ জুলাই) থেকে শুরু হয়ে যাচ্ছে ডুরান্ড কাপ। প্রথম দিনই মাঠে নামবে গত বারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টস। তারা খেলবে ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে। প্রসঙ্গত, শতাব্দী প্রাচীন টুর্নামেন্টে একই গ্রুপে রয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। লাল-হলুদ ব্রিগেদ তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে ২৯ জুলাই। প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্স। তার আগেই বৃহস্পতিবার ঐতিহাসিক ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন হয়ে গেল। ১৩৩♕তম ডুরান🐠্ড কাপ শুধু কলকাতাতেই নয়, অনুষ্ঠিত হবে কোকরাঝাড়, শিলং এবং জামশেদপুরে।
আরও পড়ুন: তেকাঠির তলায় শক্তি বাড়াতে এবার যুব বিশ্বকাপে খেলা গোলকিপারকে🦋 সই করাল মোহনবাগান
গত বছরও ডুরান্ডকে ঘিরে ভালো উন্মাদনা ছিল। এবারও আশা করা হচ্ছে, এই টুর্নামেন্ট ঘিরে একই রকম উৎসাহ এবং উন্মাদনা তৈরি হবে। বৃহস্পতিবার কলকাতার ফোর্ট উইলিয়ামে ডুরান্ড কাপের ট্রফি উন্মোচিত♉ হয়। এবারের ডুরান্ড কাপের মূল আকর্ষণ সেই ডার্বি ম্যাচকে ঘিরে। ১৮ অগস্ট ডুরান্ড কাপের ডার্বি। মুখোমুখি হবে শহরের দুই প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগান। ডুরান্ডের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ অগস্ট। উদ্বোধনী ম্যাচটি ছাড়াও দু'টি সেমিফাইনাল আর ফাইনাল অনুষ্ঠিত হবে সল্টলেক স্টেডিয়ামে।
আরও পড়ুন: CFL 2024: ইস্টবেঙ্গলে জয়ের ধারা অব্যাহত, বেলাইন হয়🦋ে গেল রেল, গ্রুপ লিগের শীর্ষে লাল-হলুদ
ডুরান্ডকে ঘিরে যেহেতু জনপ্রিয়তা বাড়ছে, তাই পাল্লা দিয়ে বাড়ছে টিকিটের চাহিদাও। এই বছও চাহিদা আকাশছোঁয়া থাকবে বলে আশা করা হচ্ছে। গত বছর তো ডুরান্ডের ডার্বির টিকিট বণ্টন নিয়ে বহু ঝামেলা হয়েছিল। এমন কী ইস্টবেঙ্গল ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক পর্যন্ত বয়কট করেছিল। এবার অবশ্য শুরু থেকেই টি♉কিট সমস্যা মেটাতে তৎপর খোদ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ডুরান্ডের ট্রফির উ🌠ন্মোচন অনুষ্ঠানের দিন এসে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বড় ম্যাচে দুই প্রধানকেই ৫ হাজার করে টিকিট দেওয়া হবে।
এদিকে মহমেডানকে পাবে ২৫০ টিকিট আর রাজ্যের ফুটবল সংস্থা আইএফএ-কে ১২০০ টিকিট দেবে রাজ্য সরকার। ডার্বি ছাড়া তিন প্রধানের অন্য ম্যাচে সেই ক্লাবকে ৫ হাজার করে টিকিট দেওয়া হবে। 🐠আইএফএ-কে দেওয়া হবে ১২০০ টিকিট। তবে কিশোরভারতী স্টেডিয়ামের ক্ষেত্রে অবশ্য সেই টিকিট বণ্টনের সংখ্যাটা কম। তিন প্রধানকে ২ হাজার করে টিকিট দেওয়া হবে। আইএফএ পাবে ৫০০ টিকিট। অনলাইনের পাশাপাশি অফলাইনেও পাওয়া যাবে টিকিট। তিন প্রধানের 🐻তাঁবুতে টিকিট কাটতে পারবেন সমর্থকরা।
ডুরান্ডে এবার অংশ নিচ্ছে মোট ꦜ২৪টি দল। মোহনবাগান, ইস্টবেঙ্গল রয়েছে এ গ্রুপে। প্রসঙ্গত এ, বি ও সি গ্রুপের খেলা হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোরভারতী স্টেডিয়ামে। আর গ্রুপ ডি♌–র ম্যাচ হবে জামশেদপুরে, গ্রুপ ই–র ম্যাচ হবে অসমের কোকরাঝাড়ে এবং গ্রুপ এফ–এর ম্যাচ হবে শিলংয়ে। এদিকে ডুরান্ড কাপের ম্যাচ টেলিকাস্ট করবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। গত বারও ডুরান্ড কাপের ম্যাচ সরাসরি টেলিকাস্ট করা হয়েছিল। এবারও হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।