দুধের স্বাদ ঘোলে মেটাল ম্যাঞ্চেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কদিন আগেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে ছিটকে গেছে পেপ গুয়ার্দিওয়ালার দল। সপ্তাহ শেষের আগেই সেই জ্বালা কিছুটা জুড়িয়ে নিলেন সিটির ফুটবলাররা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল𝐆ে টাইব্রেকার মিস করা বার্নার্ডো সিলভাই গোল করে এফএ কাপের ফাইনালে তুললেন দলকে। চেলসিকে সেমিফাইনালে ১-০ গোলে হারিয়ে দিল ডি ব্রুইন, ওয়াকাররা। অবশ্য গোলের দেখা পেতে ম্যাচের প্রায় শেষ লগ্ন পর্যন্ত অপেক্ষা করতে হয় সিটিকে। ম্যাচে একাধিকবার গোলমুখ খোলার সুযোগ পেলেও সঠিক বক্স স্ট্রাইকারের অভাবে ভুগতে হয় মরিসিও পচেত্তিনোর চেলসিকে। সিটির সমস্যা হয়ে দাঁড়ায় স্ট্রাইকার আর্লিং হালান্ডে🧸র চোট। যদিও শেষমেষ হালান্ডের চোটের ধাক্কা কাটিয়ে দলকে জয় এনে দেন বার্নার্ডো সিলভারা।
আরও পড়ুন-ফের চতুর্থ, অল্প𝓀ের 💯জন্য এফআইজি অ্যাপারাটাস ওয়ার্ল্ডকাপে পদক হাতছাড়া দীপার
ম্যাচ♎ের শুরুতে কয়েকটি সুযোগ পেয়ে গেছিল চেলসি। ওয়েম্বলি স্টেডিয়ামে খেলার শুরুর দিকে কিছুটা জড়তা লক্ষ্য করা যায় ওয়াকার, গ্রিলিশদের খেলায়। কোল পালমারের শট দুরন্ত দক্ষতায় বাঁচিয়ে দেন সিটির গোলরক্ষক অর্টেগা। চেলসির স্ট্রাইকার জ্যাকসন সহজ সুযোগ পেলেও প্রথমার্ধে তা কাজে লাগাতে ব্যর্থ হন। বিরতির পরেও চেলসির নিকোলাস জ্যাকসন আরও দুবার গোলমুখী শট নেন। এক্ষেত্রেও চীনের প্রাচীরের ভূমিকায় অবতীর্ণ হন সিটির জার্মান গোলরক্ষক অর্টেগা। এডারসনের অনুপস্থিতিতে দলের নিশ্চিত পতন রক্ষা করেন তিনি। আক্রমনে বারবারই হালান্ডের অভাব টের পাচ্ছিল সিটি। আলভারেজরা খুব একটা সুবিধা করতে পারছিলেন না, যদিও বল পজিশন সিটির আওতায় ছিল সিংহভাগ সময়। গোলে শটও বেশি নিয়েছিলেন তাঁরাই। কিন্তু এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে করা নিজের ভুল শুধরে নেন সিটির পর্তগিজ মিডফিল্ডার বার্নার্ডো সিলভা।
আরও পড়ুন-ISL -৬১,৭৭৭-তে অভি💛ভূত FSDL! মোহনবাগান উঠলে ISL ফাইনাল হবে কলকাতায়, নাহলে পুঁচকে মুম্বইয়ে
কেভিড ডি ব্রুইনের ক্রস চেলসির গোলরক্ষক পেট্রোভিচ ক্লিয়ার করতে যান। কিন্তু গোলরক্ষকের পায়ে লাগার পর ফিরতি বল পেয়ে যান বার্নার্ডো সিলভা। বক্সের ভিতর অমন সোনায় সোহাগা সুযোগ নষ্ট করেননি পর্তুগিজ মিডফিল্ডার। সরাসরি জোড়ালো শটে চেলসি গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন তিনি। যদিও সেই গোলেও ছಞিল ডিফ্লেকশন, তবুও তা জালে জড়িয়ে যায়। ৮৪ মিনিটে করা তাঁর সেই গোলের সুবাদেই সেমিফাইনাল ম্যাচে শেষ পর্যন্ত চেলসিকে ১-০ গোলে হারিয়ে দেয় ম্যাঞ্চেস্টার সিটি।
আরও পড়ুন-অসুস্থতা নিয়েই হোটেল র꧋ুমে ওড়িশা বꩵধের নীল নকশা তৈরি করলেন হাবাস
ম্যাচ জিতলেও এফএ কাপের আয়োজক এবং সম্প্রচারকারী সংস্থার ওপর বেজায় ক্ষুব্ধ পেপ গুয়ার্দিওয়ালা। মাত্র তিন দিনের ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার পর শনিবার এফএ কাপ সেমিফাইনাল খেলতে হওয়ার বেজায় চটেছেন সিটির স্প্যানিশ কোচ। গুয়ার্দিওয়ালা বলছেন, ‘এটা কখনও হওয়া উচিত নয়। আজকের ম্যাচে ছেলেরা কিভাবে খেলে জিতে🎃ছে আমি সেটা ভেবেই অবাক হচ্ছি। তিন দিনের মধ্যে দুটো ম্যাচ। গত ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে ১২০ মিনিট খেলতে হয়েছে। তারপর শনিবার ম্য়াচ দেওয়া হল। অথচ অন্য সেমিফাইনালের দুই দল কভেন্ট্রি সিটি এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, তাদের এই সপ্তাহ কোনও খেলা ছিল না, কিন্তু তারা ম্যাচ খেলবে রবিবার। আমাদের ফুটবলারদের স্বার্থে কেন একদিন অতিরিক্ত সময় দেওয়া হল না’?।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।