ঐতিহ্য, ইতিহাস ফিরে পেলেন মোহনবাগান সমর্থকরা। নামের আগে থেকে আগে সরে গেলেও এতদিন যেন ‘বুকে’ পাথর হয়ে বসেছিল ‘এটিকে’। কౠারণ কয়েকমাস ধরেই মোহনবাগান সুপার জায়েন্টসের নয়া লোগো প্রকাশ করা হয়নি। অবশেষে আজ ‘বুক’ থেকে সেই 'পাথর' নেমে গেল। মোহনবাগানের লোগো থেকে মুছে ফেলা হল ‘এটিকে’। সেইসঙ্গে বাগানের লোগোয় ফেরানো হল গর্বের ‘১৮৮৯ সাল’-কে। যে সালটা স্রেফ একটা বছর নয়, একটা ইতিহাস, বুকভরা আবেগ, অপরিসীম ভালোবাসা, লড়াই, ইংরেজদের বিরুদ্ধে খালি পায়ে সংগ্রামের জেদ, স্বাধীনতার জন্য আপামর বাঙালিকে একসূত্রে বেঁধে দেওয়ার প্রতীক। সেইসঙ্গে মোহনবাগানের নয়া লোগোয় সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের লোগোও যোগ করা হয়েছে।
আরও পড়ুন: মরশুমের প্রথম ডার্বি সম্ভবত ১১ অগস্ট, মোহনবাগানের এএফ🍬সি কাপের ম্যাচ পিছোতে পারে একদিন
পুরনো লোগোর সঙ্গে নয়া লোগোর পার্থক্য কতটা?
নামের আগে 'এটিকে' যুক্ত হওয়ার আগে মোহনবাগানের যে লোগো ছিল, সেটার সঙ্গে সামঞ্জস্য রেখেই নয়া লোগো তৈরি করা হয়েছে। নয়া গোল লোগোয় উপরের দিকে অংশে 'মোহনবাগান' লেখা আছে। নীচের অংশে লেখা আছে ‘সুপার জায়েন্টস’। সেই 'মোহনবাগান' এবং ‘সুপার জায়েন্টস’-র অংশের মধ্যে দু'দিকেই গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের লোগো আছে।ꦉ আর লোগোর একেবারে মাঝখানে পালতোলা নৌকা আছে। সেটার উপরে বেশ স্টাইলিশভাবে ‘১৮৮৯’ লেখা আছে।
এটিকের সঙ্গে সꦛংযুক্তিকরণের আগে পালতোলা নৌকার উপরে ‘১৮৮৯’ লেখা থাকত না। বরং নয়া লোগোয় যেখানে ‘সুপার জায়েন্টস’ লেখা আছে, সেখানে ‘ফাউন্ডেড ১৮৮৯’ (প্রতিষ্ঠা ১৮৮৯) লেখা থাকত। যখন 'এটিকে'-র সঙ্গে মিশে গিয়েছিল মোহনবাগান, তখন লোগো থেকে '১৮৮৯' মুছে দেওয়া হয়েছিল। যেন সবুজ-মেরুন সমর্থকদের হৃদপিণ্ড ছিনিয়ে নেওয়া হয়েছিল, কেড়ে নেওয়া হয়েছিল প্রাণ🔯। অবশেষে সেই '১৮৮৯'-কে ফিরে পেয়ে হাসি মুখ ফুটেছে মোহনবাগান সমর্থকদের মুখে।
বাগান সমর্থকদের প্রতিক্রিয়া
নয়া লোগো উন্মোচনের পরই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন মোহনবাগান সౠমর্থকরা। হয়ে পড়েছেন আবেগপ্র♑বণও। যাঁরা মোহনবাগানের নামের আগে থকে এটিকে সরানোর জন্য এবং লোগোয় ১৮৮৯ সাল ফিরিয়ে আনার জন্য আন্দোলন চালিয়েছিলেন। নেমেছিলেন পথে। সেই পরিস্থিতিতে সোমবার অধিকাংশ বাগান সমর্থকই নয়া লোগো শেয়ার করে ‘জয় মোহনবাগান’ লিখেছেন। তেমনই এক সবুজ-মেরুন সমর্থক লেখেন, 'এই বার্তাটা সবাইকে দিতে চাই যে আমরা প্রতিবেশীদের হিংসার পাত্র, দেশের গর্ব। চিরকালের যৌবন, হয়েছে পুরনোর মাদকতা - মোহবাগান ১৮৮৯ থেকে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।