আইএসএলে টানা চার ম্যাচে হারল মহমেডান স্পোর্টিং ক্লাব। যাও বা ইস্টবেঙ্গল ম্যাচে ১ পয়েন্ট পেয়েছিল মহ♎মেডান। এরপর থেকে টানা চার ম্যাচেই জিততে ব্যর্থ সাদা কালো শিবির। কিশোর ভারতীয় ক্রীড়াঙ্গনেও ৬৬ শতাংশ বল পজিশন ꩵনিয়ে খেলল অ্যওয়ে ম্যাচে খেলতে আসা মুম্বই সিটি এফসি। শেষদিকে মহমেডান লড়ল, কিন্তু ফল পেল না।
আরও পড়ুন-নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম☂্যাচের🔯 টিকিট ফ্রি
টানা চার ম্যাচে হারল মহমেডান স্পোর্টিং ক্লাব। এবার কিশোর ভারতীয় ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসির বিরুদ্ধেও হেরে গেল আন্দ্রে চেরনিশভের দল। মুম্বই সিটি ম্যাচের শুরু থেকেই বল পজিশন নিজেদের দখলে রেখেছিল। বিক্ষিপ্ত কিছু আক্রমণ ছাড়া আর তেমন কিছুই করে দেখাতে পারলেন না মহমেডানের ফ্র্ꦐযাঙ্কা- কাসিমভর🅷া। যা হওয়ার তাই হল, ১ গোলে মহমেডানকে হারিয়ে কলকাতা থেকে তিন পয়েন্ট তুলে নিল ব্র্যান্ডন-কারেলিসরা।
আরও পড়ুন-বুমরাহকে বর্ไণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
ম্যাচের ১৬ মিনিটেই গোলের সুবর্ণ সুযোগ পেয়ে গেছিল মুম্বই সিটি এফসি। মহমেডানের গোলরক্ষক ভাস্কর রায় ভুল করে বল পায়ে দিয়ে দেন মুম্বইয়ের তারকা ফুটবলার লালিয়ানজুয়ালা ছাংতের। বল নিয়ে সময় নষ্ট না করেꦅ তিনিও জোরালো শট নেন, কিন্তু অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। নাহলে শুরুর ১৬ মিনিটে💃র মধ্যেই এগিয়ে যেতে পারত মুম্বই সিটি এফসি।
ম্যাচের ৩৫ মিনিটে বড় ভুল করে বসেন মহমཧ্মদ ইরশাদ। মহমেডানের এই ফুটবলার আগেই হলুদ কার্ড দেখে ছিলেন। আরও সতর্ক হয়েই খেলতে হত তাঁকে। ক𝄹িন্তু ব্র্যান্ডন ফার্নান্দেজের ওপর অযথা বাজে ফাউল করে ফেলেন ইরশাদ, রেফারি তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে বের করে দিতেই মহমেডান চাপে পড়ে যায়। তাঁদের বাকি ১ ঘন্টা ১০ জনে খেলতে হয়।
ওয়ার꧒্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য💖...
দ্বিতীয়ার্ধ শুরুর ৪ মিনিটের মধ্যেই অ্যাওয়ে ম্যাচে কাঙ্খিত গোলের দেখা পেয়ে যায় মুম্বই সিটি এফস♏ি। মহমেডান ফুটবলারের পায়ে ডিফ্লেক্ট হওয়া বল মহমেডান গোলরক্ষক ভাস্কর রায় ফিস্ট করেন, কিন্তু সেই বল সরাসরি চলে যায় মুম্বইয়ের মিডফিল্ডার বিক্রম প্রতাপ সিংয়ের পায়ে। দুরন্ত শটে গোলরক্ষককে দাঁড় করিয়ে রেখে গোল করে যান এই ভারতীয় ফুটবলার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।