ডায়মন্ড হারবারে রাজ্য পুলিশের STFএর হাতে জঙ্গি গ্রেফতার হওয়ার ঘটনায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট দাবি, ধৃত আবাসউদ্দিন মোল্লা তৃণমূলের হয়ে ভোট করাত। এমনকী, তৃণমূল ও জঙ্গি সমার্থক বলেও দাবি করেন তিনি।
শনিবার সন্ধ্যায় তমলুকে বিজেপির নবনির্বাচিত মণ্ডল সভাপতিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শুভেন্দুবাবু। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ও তৃণমূল কংগ্রেসের লোক। যাকে গ্রেফতার করা হয়েছে সে সরাসরি তৃণমূল কংগ্রেসে যুক্ত। এলাকায় যান, খোঁজ নিন যে ওই জঙ্গিটা কী করত? বলবে, তৃণমূলের হয়ে ভোট করত। ভাইপোর হয়ে ভোট করত। জঙ্গি আর তৃণমূল দু’টোই সমার্থক।’
বলে রাখি, শুক্রবার রাতে ডায়মন্ড হারবারের পাতরা গ্রাম থেকে আবাসউদ্দিন মোল্লা নামে এক জঙ্গিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের STF. পুলিশের দাবি, ধৃতের সঙ্গে বাংলাদেশি জঙ্গি সংগঠনের যোগ রয়েছে। বীরভূমের নলহাটি থেকে গ্রেফতার ২ JMB জঙ্গির দেওয়া তথ্যের ভিত্তিতে আবাসউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। ধৃতকে শনিবার রামপুরহাট আদালতে পেশ করলে ১৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।