শুরু হয়ে গেল দড়িটানাটানি। চাকরিহারা শিক্ষকরা কাদের সঙ্গে থাকবেন? বাংলার মুখ্য়মন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলতে যাবেন নেতাজি ইন্ডোরে। তবে কীভাবে পিছিয়ে থাকবেন বিরোধীরা। ♔বিশেষত বিজেপি। এবার কালীঘাট চলোর ডাক দিল বিজেপি।
আগামী ৭ এপ্রিল সোমবার নেতাজি ইন্ডোরে যোগ্য চাকরিহারাদের সভায় যাবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। নিজে মুখেই নবান্ন থেকে সেকথা জানিয়ে দিয়েছেন তিনি। আর একইদিনে প্রতিবাদ কর্মসূচির ডাক দিচ্ছে বিজেপিও। বিজেপির যুব ম♏োর্চাও একই দিনে আন্দোলনের ডাক দিয়েছেন।
ওই একই দিনে কালীঘাট চলোর ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা। কলকাতায় মিছিল হবে তাদের। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্য়ায় যখন যোগ্য চাকরিহারাদের কথা শুনতে যাবেন নেতাজি ইন্ডোরে তখন কালীঘাট চলো কর্মসূচিতে থাকবেন বিজেপির নেতা কর্মীরা।
ডিপ্রাউভড টিচার অ্যাসোসিয়েশন। তাঁরা নেতাজি ইন্ডোর বুক করেছেন। আমি ৭ তারিখ ১২টা ১৫ নাগাদ যাব। তাঁদের কথা শুনতে যাব। নবান্ন থেকে বৃহস্পতিবার জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
এনিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ৭ তারিখ চোর মমতার স্꧒লোগানে এই বাংলাকে ভ🐠রিয়ে দেব।
ব♑িজেপির যুব মোর্চার ডাকে সেদিনই কলকাতায় মিছিল হꦗবে।