দিল্লি ক্যাপিটালসের পরবর্তী ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। তাঁর মধ্যেই একটি ছবি সোশ্যাল♛ মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চেন্নাইয়ে দিল্লি ক্যাপিটালসের জন্য🐽 যে বাসটি রয়েছে, সেখানে বিশেষ একটি মেসেজ দেওয়া হয়েছে।
দিল্লি ক্যাপিটালসের বাসের নীচে লেখা, ‘কেএল রাহুলেরও ৭টি শব্দ, দিল্লি ওয়ালা ফর এ রিজন’। এই মেসেজের হাত ধরে কী মহেন্দ্র সিং ধোনিকে খোঁচা দেওয়া হয়েছে? ইংরেজিতে KL Rahul (কেএল রাহুল)- এই নামের বানানে সাতটি অক্ষর রয়েছে। আর ধোনির ꧒জ⛄ার্সি নম্বর সাত। সেই সাত নম্বরকে টেনেই কি ধোনিকে খোঁচা দেওয়ার চেষ্টা হয়েছে?
আরও পড়ুন: ধোনির সঙ্গে ছবি দিয়ে তিন🌠ꩲ শব্দের পোস্ট… নেটপাড়ায় চাঞ্চল্য ছড়ালেন জাদেজা
এমনিতেই মহেন্দ্র সিং ধোনির উপর থেকে মন উঠেছে সিএসকে ভক্তদের। চেন্নাই সুপার কিংসের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ধোনি দলকে জেতাতে না পারায়, ক্ষুব্ধ সিএসকে ভক্তরা। তাঁরা এখন চাইছেন, ধোনিকে এবার ছেঁ🍬টে ফেলা হোক! এই পরিস্থিতি দিল্লি ক্যাপিটালস ম্যাচের আগে কি মাহিকে কটাক্ষ করা হয়েছে?
আসলে আইপিএল ২০২৫-এ চেন্নাই সুপার কিংস জয় দিয়ে মরশুম শুরু করলেও, তার পরেই হয়েছে ছন্দপতন। পরপর দুই ম্যাচ হেরেছে তারা। বিশেষ করে তারা তাদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হতাশাজনক ভাবে ৬ রানে হেরেছে। রবীন্দ্র জাদেজা এবং এমএস ধোনি ক্রিজে থাকা সত্ত্বেও, শেষ ওভারে সিএসকে ২০ রান তুলতে ব্যর্থ। ধোনি তো শেষ ওভারের প্রথম ব🦄লেই আউট হয়ে গিয়ে দলকে ডোবান। স্বভাবতই ফিনিশার ধোনিকে নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। এমন কী সিএসকে সমর্থকেরা ক্ষুব্ধ। তাঁরা এবার ধোনিকে দল থেকে ছেঁটে ফেলার দাবি তুলেছেন।
এদিকে নেটপাড়ায় হঠাৎ করেই ‘নতুন থালা’ হিসেবে কেএল রাহুলকে নিয়ে চর্চা শুরু হয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর দেখা গিয়েছে, রাহুল হায়দরাবাদ এবং দিল্লির জুনিয়র প্লেয়ারদের সঙ্গে আলোচনা করছেন। তাঁদের টিপস দিচ্ছেন। রাহুলের এই ব্🔯যবহার সকলের মন জয় করেছে। এর পরেই রাহুলকে নতুন থালা বলে ডাকা হচ্ছে।
চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি এমএস ধোনিকে ভালোবেসে থালা বল𝔉ে ডাকে সিএসকে ভক্তরা। তামিলের এই ‘থালা’ শব্দের অর্থ হল ‘বস’। আর বরাবরই জুনিয়র প্লেয়ারদের, তাঁরা যে দলেরই হোক না কেন, পরামর্শ দিতে দেখা যায় ধোনিকে। এবার রাহুলকে একই কাজ করতে দেখে নেটপাড়া তাঁকে ‘নিউ থালা ইন দ্য হাউস’ বলে অভিহিত করেছে। অর্থাৎ ‘বাড়ির নতুন থালা’ এখন দেখার,🦹 ৫ এপ্রিল ধোনির ডেরা চিপকে গিয়ে রাহুল চেন্নাইয়ের ‘থালা’ হয়ে উঠতে পারেন কিনা!