ভারতীয় ক্রিকেটে সাম্প্রতিক সময় বারবারই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় অম্বতি রায়াডু।🔯 টিম ইন্ডিয়ার এই ক্রিকেটার ২০১৯ বিশ্বকাপের আগে ভালো ছন্দে থাকলেও তাঁকে সেবার বিশ্বকাপের দলে নেওয়া হয়নি। বিরাট কোহলি নাকি সেই সময় তাঁকে নিজের গুডবুকে রাখেননি, সেই কারণেই নাকি তাঁ জাতীয় দলের হয়ে খেলার পথ সংকুচিত হয়ে গেছিল। ফের বিতর্কে জড়ালেন অম্বতি রায়াডু। নিজেকে সিএসকের ফ্যান প্রমাণ করতে গিয়ে কার্যত রোহিত শর্মাকেই খোঁচা দিয়ে বসলেন প্রাক্তন এই ক্রিকেটার।
গতবছর আইপিএলের সময় থেকেই অম্বতি রায়াডু বেশ কয়েকটি পডকাস্টে বিস্ফোরক সাক্ষাৎকার দꦗিয়েছিলেন। যেখানে তিনি দাবি করেছিলেন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কয়েকজন তারকা তাঁকে অপছন্দ করাতেই নাকি তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার কার্যত শেষ হয়ে গেছিল। এরপর বিরাটদের অনেক আগেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন।
গতবার আইপিএলের সময়ও বারবারই তাই অম্বতি রায়াডু নিশানা করেছিলেন বিরাট কোহলি এবং তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে, যা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। গতবার গ্রুপ স্টেজে নিজেদের শেষ ম্যাচে রায়াডুর প্রাক্তন দল চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সেই ম্যাচ যেই দলই জিতত,তাঁরা পৌঁছে যেত প্ল๊ে অফে। কিন্তু যশ দয়ালের শেষ ওভারে মহেন্দ্র সিং ধোনি আউট হওয়ার সঙ্গে সঙ্গেই সিএসকের প্লে অফের স্বপ্ন কার্যত শেষ হয়ে যায়।
এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটারদের আনন্দ দেখে অম্বতি রায়াডুকে বলতে শোনা গেছিল, সিএসকের কাছে পাঁচটা ট্রফি আছে। কিন্তু আরসিবিꦐর আইপিএল ট্রফির ভাঁড়ার কিন্তু শূন্য। অর্থাৎ এক্ষেত্রে বিরাটদের জয়ের পর তাঁদের প্রশংসা না করে নিজেকেই কার্যত সিএসকের সমর্থক হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছিলেন তিনি, অথছ সেই রায়াডু কিন্তু গতবছর ধারাভাষ্যকারদে প্যানেলেও ছিলেন। ফলে তাঁর থেকে যে মনোভাব বা ব্যালেন্স বিষয় আশা করা হয়েছিল, সেটা তা গতবার দিতে পারেননি।
এবারও তাঁর অন্যথা হল না। রবিবার ছিল আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ব⛦নাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ। সেই ম্যাচে মহেন্দ্র সিং ধোনির দল সহজেই জিতে নেয়। তবে ম্যাচের সময়ই রোহিতকে নিয়ে তীর্যক মন্তব্য করে বসলেন রায়াডু, যা শুনে বেজায় চটেছে হিটম্যানের ভক্তরা।
ম্যাচের দ্বিতীয় ইনিংসের সময় যখন রোহিত শর্মা ডাগআউটে বসেছিলেন এবং রুতুরাজ গায়কোয়াড় ব্যাটিং করছিলেন। তখন অম্বতি রায়াডুকে রোহিতকে নিয়েই মন্তব্য করে বলেন, ‘রুতুরাজ গায়কোয়াড়ও কিন্তু আপনার মতোই খেলতে পারে। আপনার মতোই ব্যাটিং করতে পারেন ’। আর এই মন্তব্যের পরই ক্রিকেট ফ্যানরা প্রশ্ন তুলেছেন, একজন ভারতীয় ক্রিকেটার হয়ে আরেকজন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে অযথা কেন তুলনা টানছেন রায়াডু। অপর নেটিজেন বলছেন, রোহিতের ঝুলিতে চারটি আইসিসির ট্রফি রয়েছে। তাই তাঁকে অযথা রুতুরা🃏জের সঙ্গে তুলনায় টানা অনুচিত।