শুভব্রত মুখার্জি:- লাল বলের ফর্ম্যাট অর্থাৎ টেস্ট ক্রিকেটে ভারত বনাম অস্🌼ট্রেলিয়ার দ্বৈরথ শেষ কয়েক বছরে এক অন্যমাত্রা পেয়েছে। ঐতিহাসিক বর্ডার-গাভাসকর ট্রফিতে শেষ কয়েক বছরে আধিপত্য দেখিয়েছে ভারতীয় দল। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল শেষ দুটি অস্ট্রেলিয়া সফরে ঐতিহাসিক সিরিজ জয় ছিনিয়ে নিয়ে এসেছে।এরপর দেশের মাটিতে অজিদের বিরুদ্ধে সিরিজ জিতে বর্ডার-গাভাসকর ট্রফি আপাতত ভারতের দখলেই রয়েছে। চলতি বছরের শেষেই ভারত যাচ্ছে অস্ট🍌্রেলিয়া সফরে। দেশের মাটিতে ভারতের কাছে শেষ দুটি সিরিজ হারের পরে এবার সেই হতাশা দূর করতে বদ্ধপরিকর অস্ট্রেলিয়া দল। সেই ইঙ্গিত শোনা গেল তাদের অধিনায়ক প্যাট কামিন্সের গলাতে। তাঁর স্পষ্ট বক্তব্য ভুল শোধরানোর সময় এসে গিয়েছে।
আরও পড়ুন-ফাইনালে ওঠা হল না বোপান্নাদের,সেমিতে হার! ১৫ বছর পর US Open-এ খরা কাটছে মꦕার্কিনদের,সেমিতে রিটজ-টিয়াফো…
দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া দল। নভেম্বর মাসে শুরু হচ্ছে ভারতের অজি সফর। ২২ নভেম্ব🃏র পার্থে খেলা হবে প্রথম টেস্ট। শেষ চারটি সিরিজেই ভারত বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখতে সমর্থ হয়েছে। ২০১৬-১৭ থেকে ২০২২-২৩ এই সময়ে ২০১৮-১৯ এবং ২০২০-২১ টেস্ট সিরিজ ভারত অজিদের ডেরায় গিয়ে জেতে। এছাড়া দেশের মাটিতেও দুটি সিরিজে জেতে।
আরও পড়ুন-Intercontinental Cup- ১৭৯-এ থাকা মরিশাসের সঙ্গেও ড্র! ম্যানোল🔥ো বললেন,‘এর থেকে খারাপ আর ভার♐ত খেলবে না’…
গত বছর ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লর্ডসে🐓 ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স মনে করেন এই জয় অজিদেরকে আত্মবিশ্বাস জোগাবে এই সিরিজ জয়ের ক্ষেত্রে। কামিন্স স্টার স্পোর্টসকে জানান ' শেষ দুটো সিরিজে ঘরের মাঠে আমরা ভারতের বিরুদ্ধে সাফল্য পাইনি। দীর্ঘ সময় হয়ে গিয়েছে আমরা সাফল্য পাইনি। আশা করব এবার ভুল শোধরানোর সময় এসে গিয়েছে।'
আরও পড়ুন-সিন্ধুরা পারেননি, পারলেন শরদরা! টোকিয়োরღ সাফল্য প্যারিসে টপকাল প্যারালিম্পিয়ানরা…
তিনি আরো যোগ করেন ' আমরা জানি আমরা ওদের (ভারতের) বিরুদ্ধে বহুবার খেলেছি। ফলে দুটো দল দুটো দলকে ভালোভাবে জানে। ওঁরা ও আমাদেরকে অনেকবার হারিয়েছে।আমাদেরও ওদের বিরুদ্ধে অনেক জয় রয়েছে। যার থেকে আমরা আত্মবিশ্বাস পেতে পারি। সাম্প্রতিক সময়ের ম্যাচ জ🍸য় যা আমরা ওদের বিরুদ্ধে পেয়েছি তা হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। যেখানে লর্ডসে নিরপেক্ষ ভেন্যুতে আমরা ওদেরকে হারিয়েছিলাম। আমরা ওই ম্যাচে ওদেরকে হারানোতে যে আত্মবিশ্বাস পাই আশা করছি তা আসন্ন সিরিজে ভারতের 🍸বিরুদ্ধে আমাদের কাজে লাগবে।দুই দলের মধ্যে সবসময়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়। সবসময়ে দুই দলের কাছে ৫০-৫০ সুযোগ থাকে। আমি আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলতে মুখিয়ে রয়েছি।'