🧔 আইপিএল শুরু হওয়ার আগেই ঝামেলা বাঁধিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। গতবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব নিয়ে জট তৈরি হয়েছিল, তা নিয়ে কার্যত সরাসরি রোহিত শর্মাদের খোঁচা দিল বিরাটের দল। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের তরফে আপাতত সরাসরি বা ঘুরিয়ে কোনও মন্তব্য না করা হলেও আরসিবিকে পালটা নিশানা করেছেন নেটিজেনদের একাংশ। আরসিবিকে পালটা কটাক্ষ করে তাঁরা দাবি করেছেন, যে দলের হাতে একটিও আইপিএল ট্রফি নেই, তাদের দলে অধিনায়ক পালটানো হল কিনা, তা নিয়ে অত কেউ মাথা ঘামান না। সেইসঙ্গে মুম্বইয়ের পাঁচটি আইপিএল ট্রফির সামনে দাঁড়ানো রোহিতের ছবিও পোস্ট করে দেন কেউ-কেউ।
🦂 আর সেই যে লড়াই শুরু হয়েছে, সেটার নেপথ্যে আছে আরসিবির সোশ্যাল মিডিয়া টিম। এমনিতে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় আরসিবি। বিশেষত ‘মিস্টার নাগস’ তো অত্যন্ত জনপ্রিয়। ক্রিকেট মাঠে যেমন আরসিবির 'মুখ' হলেন বিরাট। তেমনই সোশ্যাল মিডিয়ায় আরসিবির 'মুখ' হলেন ‘মিস্টার নাগস’। যিনি বিরাটকে পর্যন্ত ট্রোল করতে ছাড়েন না। আর এবার আরসিবির নয়া ক্যাপ্টেন রজত পতিদারের সঙ্গে মজার ছলে কথার সময় অধিনায়কত্ব নিয়ে যা বলেন, তা নিয়েই লড়াই শুরু হয়ে গিয়েছে।
রজতকে কটাক্ষ করে MI-কে খোঁচা দেওয়া হল
মিস্টার নাগস: 🦩তো রজত, যখন ক্যাপ্টেন হিসেবে তোমার নাম ঘোষণা করা হয়েছিল, তখন আরসিবির প্রাক্তন অধিনায়করা তোমায় শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিল। বিরাট বার্তা দিয়েছিল। ফ্যাফ বার্তা দিয়েছিল। তোমার কি মনে হয় যে ক্যাপ্টেনের নাম ঘোষণা করার সময় অন্য দলগুলিরও একই স্ট্র্যাটেজি অনুসরণ করা উচিত?
রজত:꧃ (মুখে একটা হালকা হাসি, তারপর সিরিয়াস হয়ে বলেন) আই অ্যাম সরি। আমি কখনও দেখিনি যে (অন্য জায়গায়) কী হচ্ছে, কী হচ্ছে না।
মিস্টার নাগস:ܫ ওহহহহ (কটাক্ষের হাসি)!! কী নিষ্পাপ তুমি রজত (কটাক্ষের হাসি)। তুমি সত্যিই জানো না?
রজত: (হাসিমুখে) আমি সত্যিই জানি না।
মিস্টার নাগস: (কটাক্ষের হাসি নিয়ে) তাহলে তুমি কেন হাসছো?
🐬 সেটা শুনেই হাসতে থাকেন রজত। হাসতে থাকেন মিস্টার ন্যাগসও।
মিস্টার নাগস: 🔴ও আসলে বলল, ‘Main Nahi Samjha (ম্যা নেহি সামঝা?)। MAI…হাহাহাহা।’
আইপিএল নিয়ে আরসিবির ছবিটা দেখান তো, কটাক্ষ নেটপাড়ার
💙আর সেই ‘MAI’ শুনেই নেটিজেনরা মনে করছেন, রোহিত এবং মুম্বই ইন্ডিয়ান্সকে কটাক্ষ করেছে আরসিবি। গতবার যখন রোহিতের জায়গায় মুম্বইয়ের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার নাম ঘোষণা করা হয়েছিল, তখন ভারতীয় অধিনায়ক সোশ্যাল মিডিয়ায় আলাদা করে বার্তা দেননি। তারইমধ্যে আইপিএলের প্রায় প্রতিটি ম্যাচের সময় কটাক্ষের মুখে পড়তে হয়েছিল হার্দিককে। এমনকী মুম্বইয়ের সমর্থকরাই তাঁকে কটাক্ষ করছিলেন। অতিষ্ট হয়ে উঠেছিল হার্দিকের জীবন। অনেকের মতে, সেই বিষয়টি নিয়েই মুম্বইকে খোঁচা দিয়েছে বিরাটের দল।
আরও পড়ুন: ꦐIPL 2025: উনি বড় ভাইয়ের মতো… কিং খান মালিকের চেয়েও বেশি, আবেগপ্রবণ দাবি KKR-এর সহ-অধিনায়কের
✅ যে বিষয়টা একেবারেই ভালোভাবে নেননি নেটিজেনদের একাংশ। তেমনই একজন পাঁচটি আইপিএল ট্রফির সামনে দাঁড়ানো রোহিতের ছবি দিয়ে তিনি বলেন, ‘রোহিত শর্মা বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - কোনও তুলনাই হয় না।’ একইসুরে অপর একজন বলেন, 'খুব ভালো যুক্তি। এবার একটু আইপিএল ট্রফিটা রেখে দেখান তো।'