২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর, ভারতের দুই তারকা জুন মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারের তালিকায় মনোনীত হয়েছেন। ভারতের জসপ্রীত বুমরাহ এবং রোহিত শর্মা পুরস্কারের জন্য পুরুষদের তালিকায় তিন জনের মধ্যে জায়গা করে নিয়েছেন। এছাড়াও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজও এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা পেয়েছেন। মেয়েদের তালিকায় মনোনীত হয়েছেন আবার ভারতের তারকা ব্যাটার স্মৃতি মন্ধানা।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে রোহিত শর্মা দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে শেষ করেছেন। ২৯ জুন বার্বাডোজে টিম ইন্ডিয়ার ঐতিহা🍎সিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রোহিতের। তিনটি অর্ধশতরানের সাহায্যে রোহিত আট ইনিংসে ২🐼৫৭ রান করেন।
এদিকে টি২০ বিশ্বকা🍸পে দুরন্ত বোলিং করেন জসপ্রীত বুমরাহ। ১৫টি উইকেট নেন তিনি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল, তাঁর ইকোনমি রেট। অত্যন্ত কম রান দিয়ে তিনি একের পর এক উইকেট তুলে নেন। সেই সুবাদে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারও জিতে নেন বুমরাহ। তার ফলেই জুনের সেরা প্লেয়ারের নমিনেশন পেয়েছেন তিনি।
আফগানিস্তানের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ ২০২৪ টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেনষ তিনি ไমোট ২৮১ রান করেছেন। তারই ফল পেয়েছেন গুরবাজও। এখন দেখার, এই তিন প্লেয়ারের মধ্যে কার ভাগ্যের শিকে ছেঁড়ে। কে হন 🐲জুনের সেরা প্লেয়ার!
আরও পড়ুন: 2024 T20I-তে প্রথম হার, ভারতের 🌼টানা𒆙 ১২ ম্যাচ জয়ের ধারায় ফুলস্টপ লাগাল জিম্বাবোয়ে
২০২৪ সালের জুনে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে, শীর্ষস্থানীয় ভারতীয় ব্যাটার স্মৃতি মন্ধানা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে দুরন্ত ছন্দে ছিলেন। দু'টি সেঞ্চুরির পাশাপাশি এ༒কটি অর্ধশতরানও হাঁকান স্মৃতি। তৃতীয় বার অল্পের জন্য শতরান মিস করেম। তারকা ভারতীয় ক্রিকেটার মাত্র তিনটি ওডিআই ইনিংসে ৩৪৩ রান করেছেন। আর তাঁর এই সাফল্যই জুনের সেরা প্লেয়ারদের তালিকায় তাঁকে নমিনেশন পেতে সাহায্য করেছে। ইংল্যান্ডের মাইয়া বাউচিয়ার এবং শ্রীলঙ্কার তরুণ ভিশমি গুনারত্নেও রয়েছেন এই তালিকায়। তবে স্মৃতি কিন্তু জুনের সেরা খেলোয়াড়ে😼র পুরস্কার জেতার বিষয়ে ফেভারিট হিসেবে এগিয়ে।