নয়া দিল্লি-ইসলামাবাদ সংঘর্ষের সুযোগ নিয়ে পাক সেনার দখলে থাকা ৫১টি জায়গায় ৭১টির বেশি হামলা চালিয়েছে সক্রিয় স্বাধীনতাপন্থী বিদ্রোহী বালোচদের সংগঠন বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। শুধু তাই নয়, পাকিস্তানকে বিশ্বশান্তির অন্যতম কাঁটা হিসেবে উল্লেখ করে ভারতের পাশে দাঁড়িয়েছে তারা। এই মুহূর্তে ঘরে বাইরে দুই দিকে সাঁড়াশি চাপে রয়েছে পাকিস্তান। (আরও পড়ুন: 'দশবার ক্ষমা চাইব…',কর্নেল সোফিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা BJP মন্ত্রীর বোধদয়)
আরও পড়ুন-'আমার ছেলে দেশপ্রেমের...' এয়ার মার্শাল একে ভারতীর সাফল্যে গর্বিত মা-বাবা
এক বিবৃতিতে বালোচ লিবারেশন আর্মি জানিয়েছে, 'পাকিস্তানের শান্তি, যুদ্ধবিরতি এবং ভ্রাতৃত্বের প্রতিটি কথা কেবল একটি প্রতারণা।' এরপরেই বিএলএ-র তরফে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ হিসাবে ঘোষণার দাবি তোলা হয়েছে। বিবৃতি অনুযায়ী, কেচ, পাঞ্জগুর, মাস্তুং, কোয়েটা, জামুরান, তুলাঙ্গি, কুলুকি এবং নুশকি এলাকায় গুরুত্বপূর্ণ হামলা চালানো হয়েছে। এই হামলায় বিএলএ শুধু পাকিস্তানি সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোকেই লক্ষ্য করেনি, বরং স্থানীয় পুলিশ স্টেশন, খনিজ পরিবহনের যানবাহন এবং প্রধান মহাসড়কের পরিকাঠামোকেও আক্রমণ করেছে। গোষ্ঠীটি অতর্কিত হামলা, আইইডি বিস্ফোরণ এবং স্নাইপার ফায়ারের মাধ্যমে পাকিস্তানি সেনাদের লক্ষ্যবস্তুতে হত্যা, নিরাপত্তা পোস্ট দখল এবং বিভিন্ন যুদ্ধকৌশল ব্যবহার করেছে।দক্ষিণ এশিয়ায় একটি আঞ্চলিক পরিবর্তনের সতর্কবার্তা দিয়ে বিএলএ ঘোষণা করেছে, 'একটি নতুন শৃঙ্খলা অনিবার্য হয়ে উঠেছে।' (আরও পড়ুন: 'BSF যে দেখবে না বুঝতে পারিনি' বলেছিলেন মমতা, পূর্ণম দেশে ফিরতেই কী বললেন CM?)
এরপরেই বিএলএ ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, 'যদি আমরা বিশ্ব, বিশেষ করে ভারত থেকে রাজনৈতিক, কূটনৈতিক এবং প্রতিরক্ষা সহায়তা পাই, তাহলে বালোচ জাতি এই সন্ত্রাসী রাষ্ট্রের (পাকিস্তান) অবসান ঘটাতে পারবে। এই সহায়তা শান্তিপূর্ণ, সমৃদ্ধ, স্বাধীন বালোচিস্তানের পথ খুলে দিতে পারে। আর যদি বিশ্ব এভাবে পাকিস্তানকে সহ্য করে যায় তাহলে আগামী দিনে এই রাষ্ট্র গোটা বিশ্বের জন্য বিপর্যয়ের কারণ হয়ে উঠবে।' তারা উল্লেখ করেছে, পাকিস্তান লস্কর-ই-তৈবা, জৈশ-ই-মহাম্মদের মতো রাষ্ট্র-পৃষ্ঠপোষিত জঙ্গি সংগঠনের উত্থানের কেন্দ্র হয়ে উঠেছে।গোষ্ঠীর মুখপাত্র জিয়ান্দ বলোচ বলেন, 'বিএলএ কারও পুতুল বা নীরব দর্শক নয়, আমরা একটি গতিশীল এবং সিদ্ধান্তমূলক পক্ষ।' (আরও পড়ুন: এবার 'সমস্যা' ভারতের পূর্ব সীমান্তে, পড়শি দেশের আগ্রাসনের কড়া জবাব ভারতের)
আরও পড়ুন: এবার পূর্ব সীমান্তে 'স্ট্রাইক' ভারতের, ভোঁতা হল পড়শি দেশের 'হাতিয়ার'
বিএলএ কী?
বলোচ লিবারেশন আর্মি হল বলোচ জনগণের আত্মনিয়ন্ত্রণ আন্দোলনের নেতৃত্বদানকারী প্রধান সশস্ত্র গোষ্ঠী। ১৯৪৮ সালে বলোচিস্তানকে জোরপূর্বক পাকিস্তানে একীভূত করার পর থেকে বলোচ জনগণ ইসলামাবাদের শাসনের বিরুদ্ধে তাদের প্রান্তিকীকরণ, সম্পদের শোষণ এবং রাষ্ট্র-পৃষ্ঠপোষিত হত্যা ও জোরপূর্বক গুমের মাধ্যমে পদ্ধতিগত সহিংসতার অভিযোগ তুলেছে। বলোচিস্তান প্রাকৃতিক গ্যাস, কয়লা, তামা এবং সোনার মতো সম্পদে সমৃদ্ধ হলেও এটি পাকিস্তানের সবচেয়ে অনুন্নত প্রদেশ। দারিদ্র্য, নিরক্ষরতা এবং অপর্যাপ্ত স্বাস্থ্যসেবার উচ্চ হার এই অঞ্চলের বৈশিষ্ট্য। এই সম্পদের প্রাচুর্য এবং উন্নয়নের অবহেলার মধ্যে তীব্র বৈষম্য বলোচ জনগণের মধ্যে বিচ্ছিন্নতাবাদী মনোভাবকে উসকে দিয়েছে।